Which rhetorical device is in “This world’s no blot for us, nor blank”?
A
Metaphor
B
Antithesis
C
Hyperbole
D
Simile
উত্তরের বিবরণ
এখানে ‘blot/blank’ বনাম ‘means intensely, means good’—এই বিপরীত জোড়া ব্যবহার Antithesis। এতে জোর দিয়ে বলা হয়েছে—পৃথিবী অর্থহীন নয়, বরং গভীরভাবে অর্থপূর্ণ।
0
Updated: 1 month ago
What does Andrea recall about his patron King Francis?
Created: 1 month ago
A
He loved Andrea deeply
B
Andrea betrayed his trust by leaving work unfinished
C
He never supported Andrea
D
He criticized Raphael
Andrea স্বীকার করে যে সে King Francis-এর টাকা নিয়েছিল, কিন্তু কাজ শেষ না করেই ইতালিতে ফিরে এসেছিল। এই বিশ্বাসঘাতকতা তাকে আজীবন অপরাধবোধে ভুগিয়েছে।
0
Updated: 1 month ago
How does Andrea feel about his art in Andrea del Sarto?
Created: 2 weeks ago
A
He believes his art is the finest in the world
B
He is proud of his art and confident in his skills
C
He feels conflicted and regrets his inability to achieve perfection
D
He feels his art is not important compared to other achievements
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্প সম্পর্কে এক ধরনের দ্বন্দ্ব এবং দুঃখ অনুভব করেন। সে জানে যে, তার মধ্যে বিশাল প্রতিভা ছিল, তবে সে নিজের শিল্পকে নিখুঁতভাবে পূর্ণ করতে পারছে না। সে বিশেষভাবে খারাপভাবে অনুভব করে যে, তার কাজের মধ্যে সেই আধ্যাত্মিক বা শিল্পের নিখুঁততার অভাব রয়েছে, যা তার স্বপ্ন ছিল।
এই অনুভূতি তার আত্মবিশ্বাসের অভাব এবং তার জীবনের প্রকৃত লক্ষ্যের প্রতি হতাশা প্রকাশ করে। অ্যান্ড্রিয়া তার অন্তর্নিহিত অসীম ক্ষমতা জানলেও, তাকে হতাশ করে যে, সে তার সম্ভাবনার সর্বোচ্চে পৌঁছাতে পারছে না।
0
Updated: 2 weeks ago
Why does Lippo compare the watchman to Judas?
Created: 1 month ago
A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।
3
Updated: 1 month ago