A
Writing sermons
B
Decorating books with sketches
C
Singing hymns
D
Copying Latin texts
উত্তরের বিবরণ
Lippo যখন মঠে ভর্তি হয়, তখন বইয়ের মার্জিনে মুখ, হাত-পা আঁকতে শুরু করে। “I drew men’s faces on my copy-books, scrawled them within the antiphonary’s marge.” অর্থাৎ, ধর্মীয় গ্রন্থের প্রান্তরেখা তার আঁকার খাতা হয়ে উঠেছিল। এখানেই দেখা যায় তার স্বাভাবিক প্রতিভা—সে শব্দের ভেতরে ছবি খুঁজে নেয়। A-B-C অক্ষরের ভেতরেও সে চোখ-নাক মুখ কল্পনা করে। এইভাবে শিশুকালের দুষ্টুমি শিল্পে রূপ নেয়। মঠের কর্তারা প্রথমে রাগ করলেও পরে ভেবেছিল—এই ছেলেই ভবিষ্যতে মঠের গৌরব বয়ে আনবে।
ফলে এই ‘বইয়ের আঁকিবুকি’ই ছিল শিল্পীর প্রথম ক্যানভাস।

0
Updated: 1 day ago
What does Andrea del Sarto regret most?
Created: 1 month ago
A
Lack of true inspiration
B
Poverty
C
Health
D
Family troubles

0
Updated: 1 month ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 3 weeks ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 3 weeks ago
Who opposed Lippo’s realistic approach most strongly?
Created: 1 day ago
A
Cosimo de’ Medici
B
The Prior and the learned monks
C
The watchmen
D
The carnival singers
মঠের জ্ঞানী প্রধানরা তার কাজকে “devil’s game” বলেছিল। তাদের মতে, দেহ আঁকা মানে নশ্বর জিনিস আঁকা। তারা চাইত শুধুই আত্মা, ধোঁয়াটে প্রতীক। কিন্তু Lippo যুক্তি দিল—আত্মা প্রকাশ করতে হলে দেহ লাগবেই। এই দ্বন্দ্ব আসলে মধ্যযুগীয় ধর্মতত্ত্ব বনাম রেনেসাঁস মানবতাবাদের প্রতিফলন।

0
Updated: 1 day ago