Who is Guidi in the poem?
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
উত্তরের বিবরণ
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 month ago
At what time does the poem begin when Lippo is caught?
Created: 1 month ago
A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।

0
Updated: 1 month ago
What is the main conflict in Andrea del Sarto?
Created: 2 months ago
A
Art versus passion
B
War
C
Family
D
Politics

0
Updated: 2 months ago
What is the final tone of Fra Lippo Lippi?
Created: 1 month ago
A
Despairing
B
Ironic yet hopeful
C
Solemn
D
Neutral
শেষদিকে Lippo ব্যঙ্গ করে চার্চকে, আবার ভবিষ্যতের শিল্পের আশাও রাখে। তার কণ্ঠে বিদ্রোহ আছে, কিন্তু সম্পূর্ণ হতাশা নেই। বরং জীবনের প্রতি ভালোবাসা ও শিল্পের সত্য বলার তৃষ্ণা তাকে আশাবাদী করে তোলে।

0
Updated: 1 month ago