A
Science vs. Religion
B
Art vs. Morality
C
Body vs. Soul
D
Wealth vs. Poverty
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতার মূল দ্বন্দ্ব হলো দেহ বনাম আত্মা। চার্চ চাইত শিল্প কেবল আত্মার প্রশংসা করুক, কিন্তু Lippo দাবি করে দেহও ঈশ্বরের সৃষ্টি। তার মতে, দেহ ছাড়া আত্মাকে আঁকা যায় না। ফলে কবিতা হয়ে ওঠে Renaissance বাস্তববাদ বনাম মধ্যযুগীয় আদর্শবাদের সংঘর্ষের প্রতীক।

0
Updated: 1 day ago
What poetic technique reveals Lippo’s character?
Created: 1 day ago
A
Epic narration
B
Dramatic Monologue
C
Ballad
D
Sonnet
Browning নাটকীয় স্বগতোক্তির মাধ্যমে Lippo-র কণ্ঠ ফুটিয়ে তুলেছেন। তার কথা বলার ধরন থেকেই পাঠক তার শৈশব, দুঃখ, বিদ্রোহ, শিল্পদর্শন সব জানতে পারে। এই ফর্মই কবিতার প্রাণ।

0
Updated: 1 day ago
What is
the subject of My Last Duchess?
Created: 3 weeks ago
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant

0
Updated: 3 weeks ago
Which saint’s fresco by Lippo got damaged by people’s devotion?
Created: 1 day ago
A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।

0
Updated: 1 day ago