Which figure of speech is found in “Rub all out”?
A
Hyperbole
B
Irony
C
Simile
D
Metaphor
উত্তরের বিবরণ
Prior যখন দেহ মুছে ফেলতে বলে, Lippo বিদ্রূপ করে বলে—“Rub all out!” এখানে আইরনি ব্যবহার হয়েছে। কারণ, দেহ মুছে ফেললে আত্মাও হারিয়ে যায়। এই ব্যঙ্গ দেখায় চার্চের দাবি কতটা অবাস্তব।

2
Updated: 1 month ago
Which philosophy best matches Lippo’s view?
Created: 1 month ago
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 month ago
What does Andrea regret about his relationship with King Francis?
Created: 1 month ago
A
He took his money but did not complete the work
B
He painted poorly for him
C
He never visited France
D
He insulted the king
কবিতায় অ্যান্ড্রিয়া স্বীকার করে—“I took his coin, was tempted and complied, / And built this house and sinned, and all is said.” অর্থাৎ, সে রাজা ফ্রান্সিসের টাকা নিয়েছিল কিন্তু প্রতিশ্রুত কাজ শেষ করেনি। টাকার প্রলোভনে পড়ে সে নিজের শিল্পীসত্ত্বা ও সততা বিসর্জন দিয়েছিল। এর ফলে তার জীবনের ব্যর্থতা আরও প্রকট হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
What early hardship sharpened Lippo’s eye for detail?
Created: 1 month ago
A
Expensive schooling
B
Starvation in the streets
C
Travels to Rome
D
Monastic discipline
লিপ্পো নিজেই স্বীকার করে—শিশুকালে সে আট বছর রাস্তায় কেটেছে, খাবারের টুকরো কুড়িয়ে বেঁচেছে। “My stomach being empty as your hat”—এই ক্ষুধার অভিজ্ঞতাই তার দৃষ্টি ধারালো করেছে। যখন মানুষ অনাহারে দিন কাটায়, তখন প্রতিটি মুখভঙ্গি, ভিখ দেওয়ার বা লাথি মারার সম্ভাবনা—সবকিছুর সূক্ষ্ম লক্ষণ বুঝতে শিখে। সে বলে, “Soul and sense of him grow sharp alike.” তাই তার চিত্রকলায় সাধারণ মানুষের মুখ, ভঙ্গি, আচরণ এত প্রাণবন্ত হয়ে ওঠে।
বাস্তববাদী শিল্পের এই ভিত্তি ক্ষুধা ও কষ্টের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়। Browning দেখাতে চান—শিল্পের আসল অনুপ্রেরণা আসে জীবনের কষ্ট-সুখ থেকে, কৃত্রিম ধর্মীয় শাস্ত্র থেকে নয়।

0
Updated: 1 month ago