What figure of speech is used in “Flower o’ the broom, Take away love, and our earth is a tomb”?
A
Personification
B
Metaphor
C
Hyperbole
D
Simile
উত্তরের বিবরণ
এখানে পৃথিবীকে “tomb” বা কবরের সঙ্গে তুলনা করা হয়েছে, যদি ভালোবাসা না থাকে। এটি একটি রূপক, যা বোঝায়—ভালোবাসা ছাড়া জীবন মৃত। Lippo-র মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতিফলন এখানেই।

1
Updated: 1 day ago
What metaphor does Lippo use for his childhood hunger?
Created: 1 day ago
A
Like an empty sky
B
Like a dog seeking bones
C
Like a hat empty of food
D
Like a closed church
Lippo নিজের শৈশবের কথা বলতে গিয়ে বলে, “My stomach being empty as your hat.” এই রূপকটি তার দারিদ্র্য ও ক্ষুধার কষ্টকে তীব্রভাবে প্রকাশ করে। সে এতই অভুক্ত ছিল যে কারও টুপি যতটা ফাঁকা, তার পেটও ঠিক ততটাই ফাঁকা। এটি Browning-এর বাস্তবধর্মী চিত্রকল্প। শৈশবের এই অভিজ্ঞতাই তাকে বাস্তবমুখী শিল্পী করে তোলে—কারণ সে জানে দারিদ্র্য ও ক্ষুধার বাস্তবতা।

1
Updated: 1 day ago
"My Last Duchess" is a poem written by -
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Alfred Tennyson
C
Robert Browning
D
Matthew Arnold
• "My Last Duchess" is a poem written by – Robert Browning.
• My Last Duchess:
-
এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার মধ্যে শেষের দিকে স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
• Robert Browning
-
তিনি Victorian age-এর একজন British Poet।
-
তিনি dramatic monologue এবং psychological portraiture-এর দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।
• Some quotations from Robert Browning:
-
"What of soul was left, I wonder, when the kissing had to stop?"
-
"Ignorance is not innocence but sin."
-
"If you get simple beauty and naught else, You get about the best thing God invents."
-
"Ah, but a man's reach should exceed his grasp, Or what's a heaven for?"
• Notable works:
-
Fra Lippo Lippi,
-
Men and Women,
-
My Last Duchess,
-
The Patriot,
-
Paracelsus,
-
Pippa Passes,
-
Rabbi Ben Ezra,
-
Sordello,
-
The Pied Piper of Hamelin,
-
The Ring, ইত্যাদি।
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman and Britannica.

0
Updated: 2 weeks ago
What role does Lucrezia play in Andrea’s failure?
Created: 1 day ago
A
She inspires him greatly
B
She distracts him with worldly desires
C
She supports his art
D
She arranges patrons for him
লুক্রেজিয়া স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসেনি; বরং অর্থলোভ, বিলাসিতা আর অন্য সম্পর্কে জড়িয়ে সে অ্যান্ড্রিয়ার জীবনকে দুর্বিষহ করেছে। শিল্পীর আসল সঙ্গী হওয়া উচিত অনুপ্রেরণা, কিন্তু লুক্রেজিয়া তাকে সেই অনুপ্রেরণা দিতে ব্যর্থ। ফলে অ্যান্ড্রিয়া নিজের শিল্পে মহান হতে পারেনি। ব্রাউনিং এখানে দেখিয়েছেন—ব্যক্তিগত সম্পর্ক কিভাবে শিল্পীর জীবনে প্রভাব ফেলে।

0
Updated: 1 day ago