What is Lippo’s argument about painting both body and soul?
A
Only soul matters
B
Body and soul must be shown together
C
Body is sinful
D
Soul is beyond art
উত্তরের বিবরণ
Lippo যুক্তি দেয়—“Make his flesh liker and his soul more like.” মানে, শরীরকে যথার্থভাবে আঁকলেই আত্মার প্রতিফলন ধরা পড়ে। যদি দেহকে বিকৃত করা হয় তবে আত্মার ছবিও বিকৃত হয়। তার মতে, শিল্পী যদি কেবল আত্মা আঁকার চেষ্টা করে তবে সেটা কৃত্রিম হয়। তাই রিয়ালিজমই আত্মাকে প্রকাশের সত্য পথ।

0
Updated: 1 month ago
How does Fra Lippo Lippi view the role of art in society in the poem?
Created: 2 weeks ago
A
Art is a tool for religious worship and spiritual expression
B
Art is meant to reflect reality and serve as a form of personal expression
C
Art is irrelevant in the face of religious devotion
D
Art should be confined to religious contexts only
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো আর্টকে বাস্তবতার প্রতিবিম্ব এবং ব্যক্তিগত অভিব্যক্তি হিসেবে দেখে। সে বিশ্বাস করে যে, শিল্পীকে তার অনুভূতি এবং দর্শন প্রকাশ করার জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যা কখনোই কেবল ধর্মীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়।
ফ্রা লিপ্পো মনে করেন যে, শিল্প তার সৃজনশীলতার মুক্ততা এবং মানবিক অভ্যন্তরীণ সত্যের প্রকাশ। সে এমন এক শিল্পী, যে ধর্মীয় জীবনের বাধার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য এবং মানবিক অনুভূতির প্রতি তার দৃষ্টি সংযুক্ত রাখতে চায়।

0
Updated: 2 weeks ago
Why does Andrea recall Michelangelo’s words about him?
Created: 1 month ago
A
Michelangelo admired his faults
B
Michelangelo once said he could surpass Raphael
C
Michelangelo taught him personally
D
Michelangelo gave him money
কবিতায় অ্যান্ড্রিয়া মনে করে, Michelangelo একসময় বলেছিল যে সুযোগ পেলে অ্যান্ড্রিয়া রাফায়েলকেও ছাড়িয়ে যেতে পারত। কিন্তু সে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ফলে এই মন্তব্য তার জীবনে আক্ষেপের প্রতীক হয়ে রয়ে গেছে।

0
Updated: 1 month ago
What mocking example does Lippo give for prayer-only art?
Created: 1 month ago
A
Candle
B
Skull and bones
C
Flower
D
Cross
Lippo ব্যঙ্গ করে বলে—যদি শিল্পের কাজ কেবল প্রার্থনা মনে করানো হয়, তবে একটা কঙ্কাল বা ক্রসই যথেষ্ট। এতে বোঝানো হয় শিল্পের উদ্দেশ্য শুধু ধর্মীয় স্মারক নয়, বরং জীবনের সত্য প্রকাশ।

0
Updated: 1 month ago