A
Giotto
B
Leonardo da Vinci
C
Raphael
D
Donatello
উত্তরের বিবরণ
Prior বলে—“Here’s Giotto, with his Saint a-praising God.” মঠ চায় Lippo যেন Giotto-র মতো কেবল আধ্যাত্মিক ছবি আঁকে। কিন্তু Lippo মনে করে, শুধু আত্মা আঁকলে শিল্প অসম্পূর্ণ হয়; দেহ ও বাস্তবতা ছাড়াও সৌন্দর্য থাকে না।

1
Updated: 1 day ago
Which place’s evening landscape does Andrea describe while holding Lucrezia’s hand?
Created: 1 day ago
A
Venice
B
Fiesole
C
Milan
D
Pisa
কবিতার শুরুতেই অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার হাত ধরে জানালার পাশে বসে Fiesole শহরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে চায়। Fiesole হলো ফ্লোরেন্সের কাছের এক পাহাড়ি অঞ্চল। ব্রাউনিং এখানে ফিয়েসোলের শান্ত, ধূসর গোধূলির চিত্র ব্যবহার করেছেন অ্যান্ড্রিয়ার জীবনের প্রতীক হিসেবে।
অ্যান্ড্রিয়ার শিল্পকর্ম যেমন নিখুঁত হলেও প্রাণহীন, তেমনি ফিয়েসোলের দৃশ্যও শান্ত কিন্তু নির্জীব। অ্যান্ড্রিয়ার জীবনে দাম্পত্য টানাপোড়েন, শিল্পীর হতাশা এবং জীবনের গোধূলি মিলেমিশে ফিয়েসোলকে এক ধরনের প্রতীক করে তুলেছে। এভাবে একটি ভৌগোলিক স্থান কবিতায় রূপক অর্থ ধারণ করেছে—অ্যান্ড্রিয়ার নিস্তেজ জীবন আর অপূর্ণ শিল্পসত্ত্বার প্রতীক হয়ে।

1
Updated: 1 day ago
What does Andrea hope for in heaven?
Created: 1 day ago
A
To be forgiven by Lucrezia
B
To paint alongside Raphael, Leonardo, Michelangelo
C
To live without art
D
To become wealthy
অ্যান্ড্রিয়া কল্পনা করে, স্বর্গে গিয়ে সে চারজন মহান শিল্পী মিলে চার দেওয়াল ছবি আঁকবে—Leonardo, Raphael, Michelangelo এবং নিজে। কিন্তু সে জানে, তার জীবনের ব্যর্থতা তাকে তাদের সমকক্ষ হতে দেয়নি। তাই তার এই কল্পনা আসলে আত্মসান্ত্বনা।

0
Updated: 1 day ago
What festival atmosphere does Lippo recall when he escapes at night?
Created: 1 day ago
A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।

2
Updated: 1 day ago