A
Because God commands it
B
Because nature is God’s creation
C
Because monks told him
D
Because it brings him money
উত্তরের বিবরণ
Lippo বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” অর্থাৎ, ঈশ্বর যে প্রকৃতি ও মানুষ সৃষ্টি করেছেন, সেগুলো আঁকা মানেই ঈশ্বরের কাজকে প্রতিফলিত করা। তাই দেহকে আঁকাও এক প্রকার ধর্মীয় কাজ। এটি তার বাস্তববাদী দর্শনের মূলে রয়েছে।

0
Updated: 1 day ago
What metaphor does Lippo use for his childhood hunger?
Created: 1 day ago
A
Like an empty sky
B
Like a dog seeking bones
C
Like a hat empty of food
D
Like a closed church
Lippo নিজের শৈশবের কথা বলতে গিয়ে বলে, “My stomach being empty as your hat.” এই রূপকটি তার দারিদ্র্য ও ক্ষুধার কষ্টকে তীব্রভাবে প্রকাশ করে। সে এতই অভুক্ত ছিল যে কারও টুপি যতটা ফাঁকা, তার পেটও ঠিক ততটাই ফাঁকা। এটি Browning-এর বাস্তবধর্মী চিত্রকল্প। শৈশবের এই অভিজ্ঞতাই তাকে বাস্তবমুখী শিল্পী করে তোলে—কারণ সে জানে দারিদ্র্য ও ক্ষুধার বাস্তবতা।

1
Updated: 1 day ago
What is Andrea’s tone when he compares himself with Raphael?
Created: 1 day ago
A
Arrogant
B
Humble yet regretful
C
Indifferent
D
Proud and victorious
অ্যান্ড্রিয়া রাফায়েলের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে একধরনের আক্ষেপ প্রকাশ করে। সে জানে, রাফায়েলের মতো আত্মার দীপ্তি তার মধ্যে নেই। যদিও তার কাজ নিখুঁত, কিন্তু রাফায়েলের কাজ মহত্ত্বে ভরা।
এই স্বীকারোক্তিতে তার বিনয় ও হতাশা দুটোই প্রকাশিত। ব্রাউনিং এখানে দেখিয়েছেন যে নিখুঁততা একা যথেষ্ট নয়; শিল্পকে মহত্ত্ব দিতে হলে চাই আত্মার অনুপ্রেরণা।

0
Updated: 1 day ago
Robert Browning was a _____ poet. Fill in the gap with appropriate word.
Created: 1 week ago
A
Romantic
B
Victorian
C
Modern
D
Elizathan
Robert Browning (1812–1889)
-
Victorian যুগের অন্যতম প্রধান কবি হিসেবে Robert Browning-এর নাম বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি মূলত dramatic monologue বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য খ্যাত। এ কারণে তাঁকে অনেকে Father of Dramatic Monologue বলে অভিহিত করেন।
-
তাঁর কবিতায় মানুষের মনের জটিলতা ও মানসিক দিকগুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঈশ্বরবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রকাশও সেখানে পাওয়া যায়।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক যুগের একজন খ্যাতনামা কবি ছিলেন।
উল্লেখযোগ্য রচনা
কবিতা (Poems):
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
The Patriot
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Men and Women
-
Dramatic Lyrics
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
Dramatis Personae ইত্যাদি।
নাটক (Plays):
-
তাঁর প্রথম নাটক Strafford (1837) মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: Britannica.com এবং Encyclopedia.com

0
Updated: 1 week ago