A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
উত্তরের বিবরণ
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 day ago
Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
Created: 1 day ago
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 day ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 day ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 day ago
Who is Andrea in Andrea del Sarto?
Created: 3 weeks ago
A
Painter
B
Soldier
C
King
D
Poet

0
Updated: 3 weeks ago