What early hardship sharpened Lippo’s eye for detail?
A
Expensive schooling
B
Starvation in the streets
C
Travels to Rome
D
Monastic discipline
উত্তরের বিবরণ
লিপ্পো নিজেই স্বীকার করে—শিশুকালে সে আট বছর রাস্তায় কেটেছে, খাবারের টুকরো কুড়িয়ে বেঁচেছে। “My stomach being empty as your hat”—এই ক্ষুধার অভিজ্ঞতাই তার দৃষ্টি ধারালো করেছে। যখন মানুষ অনাহারে দিন কাটায়, তখন প্রতিটি মুখভঙ্গি, ভিখ দেওয়ার বা লাথি মারার সম্ভাবনা—সবকিছুর সূক্ষ্ম লক্ষণ বুঝতে শিখে। সে বলে, “Soul and sense of him grow sharp alike.” তাই তার চিত্রকলায় সাধারণ মানুষের মুখ, ভঙ্গি, আচরণ এত প্রাণবন্ত হয়ে ওঠে।
বাস্তববাদী শিল্পের এই ভিত্তি ক্ষুধা ও কষ্টের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়। Browning দেখাতে চান—শিল্পের আসল অনুপ্রেরণা আসে জীবনের কষ্ট-সুখ থেকে, কৃত্রিম ধর্মীয় শাস্ত্র থেকে নয়।

0
Updated: 1 month ago
What is Andrea's relationship with his wife, Lucrezia, in Andrea del Sarto?
Created: 2 weeks ago
A
They have a deeply loving and supportive relationship
B
They are estranged and emotionally distant
C
Andrea sees her as a muse who inspires his art
D
Andrea resents her for her lack of support
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া এবং লুক্রেজিয়ার সম্পর্ক এক ধরনের বিচ্ছিন্ন এবং আবেগগতভাবে দূরত্বপূর্ণ। যদিও লুক্রেজিয়া তার জীবনসঙ্গিনী, কিন্তু তাদের সম্পর্কটি প্রেম এবং সহানুভূতির চেয়ে অনেক বেশি হতাশা এবং দ্বন্দ্বে পূর্ণ।
অ্যান্ড্রিয়া তার ব্যক্তিগত জীবনের অভ্যন্তরীণ দুশ্চিন্তা এবং তার শিল্পের প্রতি তার ভালোবাসাকে নিয়ে লুক্রেজিয়ার প্রতি এক ধরনের বিরক্তি অনুভব করে।
কবিতায়, সে জানিয়ে দেয় যে, লুক্রেজিয়া তার সাহায্য বা উৎসাহ পায়নি, বরং সে নিজের জন্য আরও কিছু করতে চায়। ফলে, তাদের সম্পর্কের মধ্যে একটি বিপর্যস্ত প্রভাব পড়ে।

0
Updated: 2 weeks ago
What Renaissance conflict does the poem primarily dramatize?
Created: 1 month ago
A
Science vs. Religion
B
Art vs. Morality
C
Body vs. Soul
D
Wealth vs. Poverty
Fra Lippo Lippi কবিতার মূল দ্বন্দ্ব হলো দেহ বনাম আত্মা। চার্চ চাইত শিল্প কেবল আত্মার প্রশংসা করুক, কিন্তু Lippo দাবি করে দেহও ঈশ্বরের সৃষ্টি। তার মতে, দেহ ছাড়া আত্মাকে আঁকা যায় না। ফলে কবিতা হয়ে ওঠে Renaissance বাস্তববাদ বনাম মধ্যযুগীয় আদর্শবাদের সংঘর্ষের প্রতীক।

0
Updated: 1 month ago
What poetic form is My Last Duchess?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Sonnet
C
Epic
D
Ode

0
Updated: 2 months ago