A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
উত্তরের বিবরণ
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 day ago
What role does Lucrezia play in Andrea’s failure?
Created: 1 day ago
A
She inspires him greatly
B
She distracts him with worldly desires
C
She supports his art
D
She arranges patrons for him
লুক্রেজিয়া স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসেনি; বরং অর্থলোভ, বিলাসিতা আর অন্য সম্পর্কে জড়িয়ে সে অ্যান্ড্রিয়ার জীবনকে দুর্বিষহ করেছে। শিল্পীর আসল সঙ্গী হওয়া উচিত অনুপ্রেরণা, কিন্তু লুক্রেজিয়া তাকে সেই অনুপ্রেরণা দিতে ব্যর্থ। ফলে অ্যান্ড্রিয়া নিজের শিল্পে মহান হতে পারেনি। ব্রাউনিং এখানে দেখিয়েছেন—ব্যক্তিগত সম্পর্ক কিভাবে শিল্পীর জীবনে প্রভাব ফেলে।

0
Updated: 1 day ago
Which philosophy best matches Lippo’s view?
Created: 1 day ago
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 day ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 3 weeks ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 3 weeks ago