What Renaissance conflict does the poem primarily dramatize?
A
Science vs. Religion
B
Art vs. Morality
C
Body vs. Soul
D
Wealth vs. Poverty
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতার মূল দ্বন্দ্ব হলো দেহ বনাম আত্মা। চার্চ চাইত শিল্প কেবল আত্মার প্রশংসা করুক, কিন্তু Lippo দাবি করে দেহও ঈশ্বরের সৃষ্টি। তার মতে, দেহ ছাড়া আত্মাকে আঁকা যায় না। ফলে কবিতা হয়ে ওঠে Renaissance বাস্তববাদ বনাম মধ্যযুগীয় আদর্শবাদের সংঘর্ষের প্রতীক।
0
Updated: 1 month ago
What poetic form is My Last Duchess?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Sonnet
C
Epic
D
Ode
0
Updated: 2 months ago
What figure of speech is used in “Flower o’ the broom, Take away love, and our earth is a tomb”?
Created: 1 month ago
A
Personification
B
Metaphor
C
Hyperbole
D
Simile
এখানে পৃথিবীকে “tomb” বা কবরের সঙ্গে তুলনা করা হয়েছে, যদি ভালোবাসা না থাকে। এটি একটি রূপক, যা বোঝায়—ভালোবাসা ছাড়া জীবন মৃত। Lippo-র মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতিফলন এখানেই।
1
Updated: 1 month ago
Rabbi Ben Ezra was crafted by –
Created: 3 weeks ago
A
Lord Byron
B
W. B Yeats
C
T. S Eliot
D
Robert Browning
সঠিক উত্তর হলো: ঘ) Robert Browning
"Rabbi Ben Ezra" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম দার্শনিক কবিতা, যা রচনা করেছিলেন Robert Browning। এটি মূলত একটি dramatic monologue, যেখানে জীবনের উদ্দেশ্য, বয়স, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়ন বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে। কবিতার কেন্দ্রীয় চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন ইহুদি দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে Browning জীবনের দার্শনিক সত্যগুলো প্রকাশ করেছেন। কবিতায় বলা হয়েছে যে জীবনের মূল্য কেবল বাহ্যিক কর্মে নয়, বরং চরিত্র ও আত্মার বিকাশের মধ্যে নিহিত। Browning শেষ অংশে জীবনের রূপক হিসেবে মাটির হাঁড়ির কথা উল্লেখ করেছেন, যা ঈশ্বরের হাতে গঠিত হয়—এই প্রতীক মানুষের আত্মিক গঠনের প্রতীক।
-
Rabbi Ben Ezra (1864):
-
A philosophical poem in the form of a dramatic monologue.
-
Presents Browning’s religious philosophy through the voice of Rabbi Ben Ezra.
-
Life is portrayed as a divine shaping process, where spiritual growth and character matter more than worldly achievements.
-
Emphasizes that old age is not the decline of life, but the summit of spiritual maturity.
-
-
Robert Browning (1812–1889):
-
তিনি Victorian Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বিশেষভাবে বিখ্যাত তাঁর dramatic monologues-এর জন্য।
-
তাঁর কবিতায় মানুষের মানসিকতা, নৈতিক দ্বন্দ্ব ও দার্শনিক চিন্তাধারা গভীরভাবে ফুটে ওঠে।
-
-
Notable Works:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
-
Paracelsus
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Dramatic Lyrics
-
Men and Women
-
Dramatis Personae
-
0
Updated: 3 weeks ago