What figure of speech is used in “Flower o’ the broom, Take away love, and our earth is a tomb”?
A
Personification
B
Metaphor
C
Hyperbole
D
Simile
উত্তরের বিবরণ
এখানে পৃথিবীকে “tomb” বা কবরের সঙ্গে তুলনা করা হয়েছে, যদি ভালোবাসা না থাকে। এটি একটি রূপক, যা বোঝায়—ভালোবাসা ছাড়া জীবন মৃত। Lippo-র মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতিফলন এখানেই।

1
Updated: 1 month ago
What is the tone of Lippo’s voice in the poem?
Created: 1 month ago
A
Calm and serene
B
Playful, ironic, and passionate
C
Solemn and tragic
D
Indifferent and cold
পুরো কবিতায় Lippo-র কণ্ঠ বিদ্রূপ, হাস্যরস, আবেগ ও বিদ্রোহে ভরা। কখনো সে ব্যঙ্গ করে, কখনো রসিকতা করে, আবার কখনো আবেগে ফেটে পড়ে। এই স্বর Dramatic Monologue-কে জীবন্ত করেছে।

1
Updated: 1 month ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 month ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

1
Updated: 1 month ago
How does Andrea view his own marriage in the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
A source of peace
B
A source of inspiration
C
A source of conflict and limitation
D
A successful partnership
লুক্রেজিয়ার সঙ্গে তার সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ নয়। অ্যান্ড্রিয়া তার স্ত্রীর অবহেলা, অবিশ্বস্ততা ও অর্থলোভের কারণে শিল্পীসত্ত্বা হারিয়ে ফেলে। দাম্পত্য জীবনের দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।

0
Updated: 1 month ago