A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
উত্তরের বিবরণ
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।

2
Updated: 1 day ago
What is Andrea’s tone when he compares himself with Raphael?
Created: 1 day ago
A
Arrogant
B
Humble yet regretful
C
Indifferent
D
Proud and victorious
অ্যান্ড্রিয়া রাফায়েলের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে একধরনের আক্ষেপ প্রকাশ করে। সে জানে, রাফায়েলের মতো আত্মার দীপ্তি তার মধ্যে নেই। যদিও তার কাজ নিখুঁত, কিন্তু রাফায়েলের কাজ মহত্ত্বে ভরা।
এই স্বীকারোক্তিতে তার বিনয় ও হতাশা দুটোই প্রকাশিত। ব্রাউনিং এখানে দেখিয়েছেন যে নিখুঁততা একা যথেষ্ট নয়; শিল্পকে মহত্ত্ব দিতে হলে চাই আত্মার অনুপ্রেরণা।

0
Updated: 1 day ago
What does Andrea say about his marriage to Lucrezia?
Created: 1 day ago
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 day ago
Which poem is about a painter’s life?
Created: 1 month ago
A
Andrea del Sarto
B
My Last Duchess
C
Fra Lippo Lippi
D
Rabbi Ben Ezra

0
Updated: 1 month ago