A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
উত্তরের বিবরণ
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।

2
Updated: 1 day ago
Who is the subject of My Last Duchess?
Created: 1 month ago
A
The Duke’s wife
B
The Duke’s daughter
C
The Duke himself
D
The painter

0
Updated: 1 month ago
Who is Guidi in the poem?
Created: 1 day ago
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
Which rhetorical device is in “This world’s no blot for us, nor blank”?
Created: 1 day ago
A
Metaphor
B
Antithesis
C
Hyperbole
D
Simile
এখানে ‘blot/blank’ বনাম ‘means intensely, means good’—এই বিপরীত জোড়া ব্যবহার Antithesis। এতে জোর দিয়ে বলা হয়েছে—পৃথিবী অর্থহীন নয়, বরং গভীরভাবে অর্থপূর্ণ।

0
Updated: 1 day ago