Why does Lippo call his art “God’s work”?
A
Because God commands it
B
Because nature is God’s creation
C
Because monks told him
D
Because it brings him money
উত্তরের বিবরণ
Lippo বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” অর্থাৎ, ঈশ্বর যে প্রকৃতি ও মানুষ সৃষ্টি করেছেন, সেগুলো আঁকা মানেই ঈশ্বরের কাজকে প্রতিফলিত করা। তাই দেহকে আঁকাও এক প্রকার ধর্মীয় কাজ। এটি তার বাস্তববাদী দর্শনের মূলে রয়েছে।

0
Updated: 1 month ago
What was the common people’s reaction to Lippo’s early frescoes?
Created: 1 month ago
A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 months ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship

0
Updated: 2 months ago
Who is the speaker in Robert Browning’s poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।

0
Updated: 1 month ago