A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
উত্তরের বিবরণ
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 day ago
Which figure of speech is found in “Rub all out”?
Created: 1 day ago
A
Hyperbole
B
Irony
C
Simile
D
Metaphor
Prior যখন দেহ মুছে ফেলতে বলে, Lippo বিদ্রূপ করে বলে—“Rub all out!” এখানে আইরনি ব্যবহার হয়েছে। কারণ, দেহ মুছে ফেললে আত্মাও হারিয়ে যায়। এই ব্যঙ্গ দেখায় চার্চের দাবি কতটা অবাস্তব।

1
Updated: 1 day ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 day ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 day ago
At what time does the poem begin when Lippo is caught?
Created: 1 day ago
A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।

0
Updated: 1 day ago