A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।

0
Updated: 1 day ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 1 day ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 1 day ago
Why does Lippo compare the watchman to Judas?
Created: 1 day ago
A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।

2
Updated: 1 day ago
Who is Guidi in the poem?
Created: 1 day ago
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago