A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 1 day ago
What early hardship sharpened Lippo’s eye for detail?
Created: 1 day ago
A
Expensive schooling
B
Starvation in the streets
C
Travels to Rome
D
Monastic discipline
লিপ্পো নিজেই স্বীকার করে—শিশুকালে সে আট বছর রাস্তায় কেটেছে, খাবারের টুকরো কুড়িয়ে বেঁচেছে। “My stomach being empty as your hat”—এই ক্ষুধার অভিজ্ঞতাই তার দৃষ্টি ধারালো করেছে। যখন মানুষ অনাহারে দিন কাটায়, তখন প্রতিটি মুখভঙ্গি, ভিখ দেওয়ার বা লাথি মারার সম্ভাবনা—সবকিছুর সূক্ষ্ম লক্ষণ বুঝতে শিখে। সে বলে, “Soul and sense of him grow sharp alike.” তাই তার চিত্রকলায় সাধারণ মানুষের মুখ, ভঙ্গি, আচরণ এত প্রাণবন্ত হয়ে ওঠে।
বাস্তববাদী শিল্পের এই ভিত্তি ক্ষুধা ও কষ্টের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়। Browning দেখাতে চান—শিল্পের আসল অনুপ্রেরণা আসে জীবনের কষ্ট-সুখ থেকে, কৃত্রিম ধর্মীয় শাস্ত্র থেকে নয়।

0
Updated: 1 day ago
Who is Andrea in Andrea del Sarto?
Created: 3 weeks ago
A
Painter
B
Soldier
C
King
D
Poet

0
Updated: 3 weeks ago
How did Lippo first use his talent as a child monk?
Created: 1 day ago
A
Writing sermons
B
Decorating books with sketches
C
Singing hymns
D
Copying Latin texts
Lippo যখন মঠে ভর্তি হয়, তখন বইয়ের মার্জিনে মুখ, হাত-পা আঁকতে শুরু করে। “I drew men’s faces on my copy-books, scrawled them within the antiphonary’s marge.” অর্থাৎ, ধর্মীয় গ্রন্থের প্রান্তরেখা তার আঁকার খাতা হয়ে উঠেছিল। এখানেই দেখা যায় তার স্বাভাবিক প্রতিভা—সে শব্দের ভেতরে ছবি খুঁজে নেয়। A-B-C অক্ষরের ভেতরেও সে চোখ-নাক মুখ কল্পনা করে। এইভাবে শিশুকালের দুষ্টুমি শিল্পে রূপ নেয়। মঠের কর্তারা প্রথমে রাগ করলেও পরে ভেবেছিল—এই ছেলেই ভবিষ্যতে মঠের গৌরব বয়ে আনবে।
ফলে এই ‘বইয়ের আঁকিবুকি’ই ছিল শিল্পীর প্রথম ক্যানভাস।

0
Updated: 1 day ago