What Renaissance idea does Lippo’s philosophy represent?
A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
উত্তরের বিবরণ
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
What quality does Andrea envy in other painters?
Created: 1 month ago
A
Wealth
B
Noble birth
C
Passion and inspiration
D
Political power
অ্যান্ড্রিয়া স্বীকার করে যে তার হাতের কাজ নিখুঁত হলেও তার মধ্যে নেই সেই আগুন, সেই উচ্ছ্বাস যা অন্যদের শিল্পকে মহৎ করেছে। সে বলে, “There burns a truer light of God in them.” অর্থাৎ, ঈশ্বর তাদের মনে যে আলোর স্ফুলিঙ্গ দিয়েছেন, তা তার নেই। অন্যরা কম দক্ষ হলেও তাদের শিল্পে প্রাণ আছে, তারা আকাশ ছুঁতে চায়, তাই তারা মহৎ।
কিন্তু অ্যান্ড্রিয়া শুধু নিজের সীমার ভেতরে থাকে। এই আক্ষেপ থেকেই তার বিখ্যাত লাইন—“A man’s reach should exceed his grasp, Or what’s a heaven for?”—অর্থাৎ মানুষকে সবসময় নিজের নাগালের বাইরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এখানে Andrea del Sarto নিজেই স্বীকার করছে যে তার দুর্বলতা হলো অনুপ্রেরণার অভাব।

0
Updated: 1 month ago
Who is the subject of My Last Duchess?
Created: 2 months ago
A
The Duke’s wife
B
The Duke’s daughter
C
The Duke himself
D
The painter

0
Updated: 2 months ago
Who is Guidi in the poem?
Created: 1 month ago
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 month ago