A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 day ago
What is
the subject of My Last Duchess?
Created: 3 weeks ago
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant

0
Updated: 3 weeks ago
What festival atmosphere does Lippo recall when he escapes at night?
Created: 1 day ago
A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।

2
Updated: 1 day ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 day ago