What does Lippo criticize about the Prior’s instructions on art?
A
They wanted him to paint only landscapes
B
They asked him to paint only souls, not bodies
C
They demanded money from him
D
They sent him away from Florence
উত্তরের বিবরণ
Prior তাকে বলেছিল—“Your business is to paint the souls of men—man’s soul, and it’s a fire, smoke... no, it’s not...” কিন্তু Lippo প্রশ্ন তোলে—শরীরের মধ্য দিয়েই তো আত্মা প্রকাশ পায়। সে বলে, “Why can’t a painter lift each foot in turn, make his flesh liker and his soul more like?” তার মতে, শিল্পীর কাজ হলো বাস্তব মানবদেহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
কারণ দেহও ঈশ্বরের সৃষ্টি। Prior-এর নির্দেশ আসলে চার্চের কৃত্রিম আধ্যাত্মিকতার প্রতীক। Lippo এর বিপরীতে দাঁড়ায় বাস্তববাদী শিল্পদর্শনের প্রতীক হয়ে।

0
Updated: 1 month ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 1 month ago
The poem "The Patriot" was written by-
Created: 1 week ago
A
Matthew Arnold
B
William Hazlitt
C
Robert Browning
D
Sir Walter Scott
“The Patriot” কবিতাটি Robert Browning রচিত একটি বিখ্যাত dramatic monologue, যা প্রকাশিত হয়েছিল ১৮৪২ সালে তাঁর কাব্যগ্রন্থ “Dramatic Lyrics”-এ। এই কবিতায় কবি এক দেশপ্রেমিকের জীবনের করুণ পরিণতি এবং জনসাধারণের চঞ্চল, দ্বিমুখী মানসিকতা তুলে ধরেছেন।
• The Patriot:
-
এটি Robert Browning রচিত শ্রেষ্ঠ dramatic monologue-গুলোর একটি।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪২ সালে “Dramatic Lyrics” কাব্যগ্রন্থে।
-
এতে এক সময়ের জনপ্রিয় দেশপ্রেমিক যিনি এক বছর আগে জনগণের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত ছিলেন, তিনি পরবর্তীতে অবমূল্যায়ন ও অপমানের শিকার হন।
-
কবিতার কেন্দ্রীয় ভাব হলো Irony, অর্থাৎ একই জনগণ এক সময় প্রশংসা করে, আবার অন্য সময় ঘৃণায় পাথর ছোঁড়ে।
-
কবিতার বক্তা (the Patriot) অতীতের গৌরবময় মুহূর্তের কথা স্মরণ করে বর্তমানের লাঞ্ছিত অবস্থা বর্ণনা করে এবং শেষে বলে যে—এই জগতে ন্যায় না পেলেও পরলোকে ন্যায়বিচার পাবেন।
-
কবিতার অন্যতম বিখ্যাত লাইন: “Thus I entered, and thus I go!”
-
এর মাধ্যমে কবি বুঝিয়েছেন—একসময় তিনি যেভাবে উল্লাসে রাজপথে প্রবেশ করেছিলেন, আজ সেই পথেই মৃত্যুর মুখে যাচ্ছেন, তবে অন্তরে শান্তি আছে কারণ তিনি জানেন যে সত্য পরলোকে প্রতিফল পাবে।
• Robert Browning (1812–1889):
-
তিনি ছিলেন Victorian Age-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue রচনায় তাঁর দক্ষতা ও মানবমনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
-
তাঁর কবিতায় প্রায়ই নৈতিক দ্বন্দ্ব, আত্মসমালোচনা এবং মানসিক জটিলতা ফুটে ওঠে।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক এক বিখ্যাত কবি ছিলেন।
• Notable Works (Poems):
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
The Patriot
-
Rabbi Ben Ezra
-
Andrea del Sarto
-
Sordello
-
Paracelsus
-
Pippa Passes (verse drama)
-
The Pied Piper of Hamelin
-
Bishop Blougram’s Apology (long poem)
-
Christmas Eve and Easter-Day (long poem)
• Books of Poems:
-
Dramatis Personae
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring and the Book
• অতিরিক্ত তথ্য:
-
Robert Browning-এর “The Patriot” কবিতাটি মানুষের অকৃতজ্ঞতা, সময়ের পরিবর্তনশীলতা এবং মানবজীবনের অনিত্যতা তুলে ধরে।
-
কবিতাটি আধ্যাত্মিক আশা ও ন্যায়ের বিশ্বাস দ্বারা শেষ হয়, যেখানে কবি বিশ্বাস প্রকাশ করেন যে মানুষের প্রকৃত মূল্যায়ন ঈশ্বরের বিচারে হবে।
-
উল্লেখযোগ্য যে, “Patriotism” নামক কবিতাটি Sir Walter Scott রচিত, যা “The Patriot” থেকে ভিন্ন।

0
Updated: 1 week ago
What does Fra Lippo Lippi think about the role of religious imagery in art?
Created: 2 weeks ago
A
He believes religious imagery should dominate all artwork
B
He believes religious imagery should be avoided entirely in art
C
He thinks religious imagery is a tool to convey moral lessons
D
He feels that religious imagery should be realistic and lifelike
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো ধর্মীয় চিত্রকলাকে বাস্তব এবং জীবন্ত দেখানোর পক্ষে। সে মনে করে যে, ধর্মীয় চিত্রকর্মের মধ্যে প্রকৃতির এবং মানুষের সঠিক অনুকরণ থাকা উচিত, এবং তা কেবল রীতিনীতি বা সঠিক ধর্মীয় পাঠ দেওয়ার জন্য নয়, বরং মানুষের প্রকৃত অনুভূতি এবং বাস্তবতাকে প্রতিফলিত করতে হবে।
ফ্রা লিপ্পো এই বিষয়ে যুক্তি দেন যে, চিত্রকর্মের মধ্যে মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য এবং তাদের জীবন্ততা ফুটিয়ে তোলা উচিত, যাতে দর্শক তা দেখে তাদের অভ্যন্তরীণ অনুভূতি জাগ্রত হতে পারে।

0
Updated: 2 weeks ago