Why does Lippo compare the watchman to Judas?
A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
উত্তরের বিবরণ
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।

3
Updated: 1 month ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 1 month ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 month ago
What is the main theme of My Last Duchess?
Created: 2 months ago
A
Power and jealousy
B
Love
C
War
D
Nature

0
Updated: 2 months ago
What quality does Andrea envy in other painters?
Created: 1 month ago
A
Wealth
B
Noble birth
C
Passion and inspiration
D
Political power
অ্যান্ড্রিয়া স্বীকার করে যে তার হাতের কাজ নিখুঁত হলেও তার মধ্যে নেই সেই আগুন, সেই উচ্ছ্বাস যা অন্যদের শিল্পকে মহৎ করেছে। সে বলে, “There burns a truer light of God in them.” অর্থাৎ, ঈশ্বর তাদের মনে যে আলোর স্ফুলিঙ্গ দিয়েছেন, তা তার নেই। অন্যরা কম দক্ষ হলেও তাদের শিল্পে প্রাণ আছে, তারা আকাশ ছুঁতে চায়, তাই তারা মহৎ।
কিন্তু অ্যান্ড্রিয়া শুধু নিজের সীমার ভেতরে থাকে। এই আক্ষেপ থেকেই তার বিখ্যাত লাইন—“A man’s reach should exceed his grasp, Or what’s a heaven for?”—অর্থাৎ মানুষকে সবসময় নিজের নাগালের বাইরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এখানে Andrea del Sarto নিজেই স্বীকার করছে যে তার দুর্বলতা হলো অনুপ্রেরণার অভাব।

0
Updated: 1 month ago