Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
উত্তরের বিবরণ
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 month ago
What symbolic time of day dominates Andrea’s reflections?
Created: 1 month ago
A
Morning
B
Afternoon
C
Twilight/Evening
D
Midnight
কবিতায় অ্যান্ড্রিয়া বারবার সন্ধ্যা ও গোধূলির উল্লেখ করেন। “A common greyness silvers everything,—All in a twilight, you and I alike.” এখানে গোধূলি বা twilight প্রতীক হিসেবে এসেছে অ্যান্ড্রিয়ার জীবন ও শিল্পকে বোঝাতে।
তার জীবন যেন দিনের মতো নয়—উজ্জ্বল সূর্যোদয় বা দীপ্ত midday নেই, আছে কেবল ম্লান গোধূলি। এই twilight তার দাম্পত্য জীবনের ক্লান্তি, শিল্পের অপূর্ণতা এবং অনুপ্রেরণাহীন নিখুঁততাকে প্রকাশ করে। আবার, twilight বোঝায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থা—একজন শিল্পীর অস্তগামী জীবনের প্রতীক। ফিয়েসোলের শান্ত পাহাড়ি দৃশ্য আর মঠের ঘণ্টাধ্বনি এই গোধূলি ভাবকে আরও জোরালো করে তোলে। ফলে সময়ের প্রতীক হিসেবে twilight কবিতার আবহ গড়ে তোলে।

1
Updated: 1 month ago
What role does Lucrezia play in Andrea’s failure?
Created: 1 month ago
A
She inspires him greatly
B
She distracts him with worldly desires
C
She supports his art
D
She arranges patrons for him
লুক্রেজিয়া স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসেনি; বরং অর্থলোভ, বিলাসিতা আর অন্য সম্পর্কে জড়িয়ে সে অ্যান্ড্রিয়ার জীবনকে দুর্বিষহ করেছে। শিল্পীর আসল সঙ্গী হওয়া উচিত অনুপ্রেরণা, কিন্তু লুক্রেজিয়া তাকে সেই অনুপ্রেরণা দিতে ব্যর্থ। ফলে অ্যান্ড্রিয়া নিজের শিল্পে মহান হতে পারেনি। ব্রাউনিং এখানে দেখিয়েছেন—ব্যক্তিগত সম্পর্ক কিভাবে শিল্পীর জীবনে প্রভাব ফেলে।

0
Updated: 1 month ago
What is the Duke’s attitude toward his late wife in My Last Duchess?
Created: 2 months ago
A
Indifferent
B
Loving and forgiving
C
Jealous and controlling
D
Sad but accepting

0
Updated: 2 months ago