A
A source of peace
B
A source of inspiration
C
A source of conflict and limitation
D
A successful partnership
উত্তরের বিবরণ
লুক্রেজিয়ার সঙ্গে তার সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ নয়। অ্যান্ড্রিয়া তার স্ত্রীর অবহেলা, অবিশ্বস্ততা ও অর্থলোভের কারণে শিল্পীসত্ত্বা হারিয়ে ফেলে। দাম্পত্য জীবনের দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।

0
Updated: 1 day ago
Robert Browning is -
Created: 4 hours ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
English
English Literature
Robert Browning (1812-1889)
The Victorian Period (1832-1901)
No subjects available.
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 4 hours ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 day ago
Why does Andrea recall King Francis of France?
Created: 1 day ago
A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 1 day ago