What does Andrea say about criticism of his art?
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 month ago
What does Andrea recall about his patron King Francis?
Created: 1 month ago
A
He loved Andrea deeply
B
Andrea betrayed his trust by leaving work unfinished
C
He never supported Andrea
D
He criticized Raphael
Andrea স্বীকার করে যে সে King Francis-এর টাকা নিয়েছিল, কিন্তু কাজ শেষ না করেই ইতালিতে ফিরে এসেছিল। এই বিশ্বাসঘাতকতা তাকে আজীবন অপরাধবোধে ভুগিয়েছে।

0
Updated: 1 month ago
Identify the poet of Fra Lippo Lippi:
Created: 3 weeks ago
A
Emily Bronte
B
R.L. Stevenson
C
Robert Browning
D
Charles Lamb
Fra Lippo Lippi কবিতার রচয়িতা হলেন Robert Browning। তিনি একজন বিখ্যাত ভিক্টোরিয়ান ইংরেজি কবি, যিনি বিশেষভাবে Dramatic Monologue শৈলীর জন্য খ্যাত। এই কবিতায় রেনেসাঁ যুগের চিত্রশিল্পী Fra Lippo Lippi-র জীবন, তার শিল্পচর্চা এবং সমাজ ও চার্চের নৈতিকতার মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। কবিতায় লিপ্পি নিজের শিল্পীসত্তা ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন, যা প্রথাগত ধর্মীয় নিয়মাবলীর সাথে সংঘর্ষ সৃষ্টি করে। সরল অথচ গভীর অর্থবোধক ভাষায় রচিত এই রচনা শিল্পীর স্বাধীনতা, সৃজনশীলতা এবং ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে দার্শনিক টানাপোড়েনকে উপস্থাপন করেছে। তাই সঠিক উত্তর হলো – গ) Robert Browning।
বিস্তারিত আলোচনা
Fra Lippo Lippi
-
এটি Robert Browning রচিত একটি বিখ্যাত কবিতা।
-
Browning-এর অন্যতম সেরা dramatic monologue হিসেবে বিবেচিত।
-
কবিতাটি blank verse-এ লেখা।
-
এখানে Browning colloquial ভাষার সহজ ও প্রাণবন্ত ব্যবহার করেছেন।
-
প্রধান চরিত্র Fra Lippo Lippi ছিলেন একজন ইতালিয়ান ফ্রান্সিসকান সন্ন্যাসী ও চিত্রশিল্পী।
-
কবিতায় দেখা যায়, তিনি এক রাতে শহরে বেরিয়ে আসেন এবং নিজের শিল্পীসত্তা ও চিন্তাধারা প্রকাশ করেন।
-
তিনি মনে করতেন, শিল্পকলা কেবল ধর্মীয় উদ্দেশ্যে নয়, বরং মানুষের বাস্তব জীবন ও মানবিক আবেগকেও প্রতিফলিত করা উচিত।
-
ফলে কবিতায় শিল্প বনাম ধর্ম, সৃষ্টিশীলতা বনাম নৈতিকতার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।
Robert Browning
-
তিনি Victorian যুগের একজন খ্যাতিমান ইংরেজ কবি।
-
বিশেষভাবে dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো The Ring and the Book, যেখানে রোমে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে ১২ খণ্ডে বর্ণনা করা হয়েছে।
Notable Works
Poems:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
Plays:
-
Strafford (1837) — Browning-এর প্রথম নাটক, যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়।

0
Updated: 3 weeks ago
Why does Andrea recall Michelangelo’s words about him?
Created: 1 month ago
A
Michelangelo admired his faults
B
Michelangelo once said he could surpass Raphael
C
Michelangelo taught him personally
D
Michelangelo gave him money
কবিতায় অ্যান্ড্রিয়া মনে করে, Michelangelo একসময় বলেছিল যে সুযোগ পেলে অ্যান্ড্রিয়া রাফায়েলকেও ছাড়িয়ে যেতে পারত। কিন্তু সে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ফলে এই মন্তব্য তার জীবনে আক্ষেপের প্রতীক হয়ে রয়ে গেছে।

0
Updated: 1 month ago