What quality does Andrea envy in other painters?
A
Wealth
B
Noble birth
C
Passion and inspiration
D
Political power
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া স্বীকার করে যে তার হাতের কাজ নিখুঁত হলেও তার মধ্যে নেই সেই আগুন, সেই উচ্ছ্বাস যা অন্যদের শিল্পকে মহৎ করেছে। সে বলে, “There burns a truer light of God in them.” অর্থাৎ, ঈশ্বর তাদের মনে যে আলোর স্ফুলিঙ্গ দিয়েছেন, তা তার নেই। অন্যরা কম দক্ষ হলেও তাদের শিল্পে প্রাণ আছে, তারা আকাশ ছুঁতে চায়, তাই তারা মহৎ।
কিন্তু অ্যান্ড্রিয়া শুধু নিজের সীমার ভেতরে থাকে। এই আক্ষেপ থেকেই তার বিখ্যাত লাইন—“A man’s reach should exceed his grasp, Or what’s a heaven for?”—অর্থাৎ মানুষকে সবসময় নিজের নাগালের বাইরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এখানে Andrea del Sarto নিজেই স্বীকার করছে যে তার দুর্বলতা হলো অনুপ্রেরণার অভাব।

0
Updated: 1 month ago
What does Andrea dream of in heaven?
Created: 1 month ago
A
To live peacefully with Lucrezia
B
To paint alongside Leonardo, Raphael, and Michelangelo
C
To own wealth and land
D
To forget all earthly ties
কবিতায় অ্যান্ড্রিয়া কল্পনা করে যে স্বর্গে গিয়ে সে মহান শিল্পীদের সঙ্গে একসাথে কাজ করবে। কিন্তু বাস্তবে সে জানে, পৃথিবীতে সে তাদের সমকক্ষ হতে পারেনি।

0
Updated: 1 month ago
In My Last Duchess, what is the Duke's attitude towards power and control?
Created: 2 weeks ago
A
He feels powerless in his relationship with the Duchess
B
He is indifferent to the idea of controlling others
C
He believes that controlling others is a sign of strength and authority
D
He regrets having so much power over the Duchess
My Last Duchess কবিতায়, ডিউক তার ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা অনুভব করেন। তিনি তার স্ত্রীর প্রতি তার অতি নিয়ন্ত্রণ এবং তার মনোভাবের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান। ডিউক মনে করেন যে, তার স্ত্রীর প্রতি শাসন এবং তাকে নিয়ন্ত্রণ করা তার শক্তি এবং কর্তৃত্বের প্রতীক।
তার স্ত্রীর হাসিমুখ এবং মিষ্টি আচরণকে তিনি এক ধরনের দুর্বলতা হিসেবে দেখেন, যেগুলি তার অধিকার এবং ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। ডিউক এখানে একটি নেতৃস্থানীয় চরিত্র হিসেবে ক্ষমতার প্রতি তার বিশ্বাস এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

0
Updated: 2 weeks ago
What does Andrea mean by the line “A man’s reach should exceed his grasp”?
Created: 1 month ago
A
Man should only aim for what he can get
B
Man should desire wealth
C
Man should aim beyond his immediate power
D
Man should remain satisfied with little
অ্যান্ড্রিয়ার এই লাইনটি অত্যন্ত বিখ্যাত। এর দ্বারা বোঝানো হয়েছে—মানুষের লক্ষ্য সবসময় তার নাগালের বাইরে হওয়া উচিত, কারণ উচ্চাকাঙ্ক্ষাই মানুষকে মহৎ করে তোলে।
অ্যান্ড্রিয়া স্বীকার করছে যে তার নিজের আকাঙ্ক্ষা সীমাবদ্ধ, সে যা করতে পারে কেবল তাই-ই করেছে। কিন্তু রাফায়েল ও মাইকেলেঞ্জেলো তাদের নাগালের বাইরে লক্ষ্য স্থির করেছিল, তাই তারা মহত্ত্ব অর্জন করেছে। ব্রাউনিং-এর বার্তাটি হলো—অসীম উচ্চাশা না থাকলে সত্যিকার শিল্প বা জীবন মহান হতে পারে না।

1
Updated: 1 month ago