A
It is enough for him
B
It cannot satisfy without inspiration
C
It is greater than art
D
It is given only by Lucrezia
উত্তরের বিবরণ
Andrea স্বীকার করে যে সম্পদ বা পৃষ্ঠপোষকতা থাকলেও শিল্পের অনুপ্রেরণা না থাকলে সত্যিকার সাফল্য আসে না।

0
Updated: 1 day ago
What was the common people’s reaction to Lippo’s early frescoes?
Created: 1 day ago
A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 day ago
What does Andrea recall about his patron King Francis?
Created: 1 day ago
A
He loved Andrea deeply
B
Andrea betrayed his trust by leaving work unfinished
C
He never supported Andrea
D
He criticized Raphael
Andrea স্বীকার করে যে সে King Francis-এর টাকা নিয়েছিল, কিন্তু কাজ শেষ না করেই ইতালিতে ফিরে এসেছিল। এই বিশ্বাসঘাতকতা তাকে আজীবন অপরাধবোধে ভুগিয়েছে।

0
Updated: 1 day ago
What promise does Andrea make to Lucrezia at the beginning of the poem “Andrea Del Sarto”?
Created: 1 day ago
A
He will never paint again
B
He will paint for her friends according to their wishes
C
He will leave Florence forever
D
He will go back to King Francis
লুক্রেজিয়ার অবহেলা ও অর্থলোভ সত্ত্বেও অ্যান্ড্রিয়া প্রতিশ্রুতি দেয় যে সে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও কাজ করবে। তাদের পছন্দমতো বিষয়, সময় আর দাম মেনে নেবে।
মূলত স্ত্রীকে খুশি রাখতেই সে এই প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায়, অ্যান্ড্রিয়া শিল্পীর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দাম্পত্য শান্তির জন্য আপস করতে প্রস্তুত। শিল্পীর আসল কর্তব্য হলো সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখা, কিন্তু অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার প্রভাবে সেই আদর্শে স্থির থাকতে পারে না।
এভাবে ব্রাউনিং দেখিয়েছেন—ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিভাবে একজন শিল্পীর শিল্পীসত্ত্বাকে ক্ষতিগ্রস্ত করে।

0
Updated: 1 day ago