What is the central conflict of the poem Andrea del Sarto?
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
উত্তরের বিবরণ
এই কবিতার মূল দ্বন্দ্ব হলো কারিগরি নিখুঁততা ও আত্মিক অনুপ্রেরণার মধ্যে সংঘর্ষ। অ্যান্ড্রিয়া দেল সার্তো নিখুঁত আঁকতে জানতেন—তার লাইন, শেড, রঙ সবই সঠিক। এজন্য তাকে বলা হয় Faultless Painter। কিন্তু তার শিল্পে প্রাণ ছিল না, ছিল না সেই দ্যুতিময় কল্পনা যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোকে মহৎ করেছে।
অ্যান্ড্রিয়া নিজেই স্বীকার করেন—“All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শান্ত কিন্তু প্রাণহীন জীবনের। রাফায়েল বা অন্যদের মতো আকাশছোঁয়া কল্পনা তার মধ্যে ছিল না। এর জন্য সে আংশিকভাবে স্ত্রী লুক্রেজিয়াকে দায়ী করে, যে কেবল অর্থলোভী ও অনুপ্রেরণাহীন।
ফলে এই কবিতায় দেখা যায়, নিখুঁততা শিল্পকে যথেষ্ট মহান করতে পারে না—প্রয়োজন আত্মার আগুন, প্রেরণা ও জীবনের উচ্ছ্বাস।

0
Updated: 1 month ago
Robert Browning is the author of-
Created: 1 month ago
A
The Second Coming
B
The Love Song of J. Alfred Prufrock
C
My Last Duchess
D
The Princess
Robert Browning is the author of My Last Duchess.
• My Last Duchess
-
এটি Victorian Period-এর বিখ্যাত কবি Robert Browning রচিত Rhyming couplets-এ লেখা ৫৬ লাইনের একটি কবিতা।
-
১৮৪২ সালে এটি Browning-এর Dramatic Lyrics-এ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Duke of Ferrara is the speaker of the poem.
-
এটি Robert Browning-এর অন্যতম শ্রেষ্ঠ Dramatic Monologue।
-
কবিতায় বর্ণনাকারী Duke তার মৃত স্ত্রীর পোর্ট্রেটকে উদ্দেশ্য করে তার চরিত্রের বিবরণ দিচ্ছেন।
-
কথা বলতে বলতে, তিনি স্ত্রীর অতীত আচরণ, হাসি ও সদয় ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
-
পাঠক বুঝতে পারে যে, ডিউক স্ত্রীর প্রতি অতিরিক্ত সন্দেহ ও অহংকারের কারণে হয়তো তাকে হত্যা করেছেন বা তার জীবন শেষ করেছেন।
• কবিতার একটি বিখ্যাত লাইন
“That’s my last Duchess painted on the wall, Looking as if she were alive.”
• Robert Browning (1812-1889)
-
Robert Browning Victorian যুগের একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
কবিতায় তিনি জটিল চরিত্রের মনস্তত্ত্ব ও নৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সেই সময়ের একজন কবি ছিলেন।
• Notable Works
Books of poems:
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring of the Book
Other Poems:
-
Bishop Blougram’s Apology
-
Christmas Eve and Easter-Day
-
Dramatis Personae
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Andrea Del Sarto
Other related works:
-
The Second Coming by William Butler Yeats
-
The Love Song of J. Alfred Prufrock by T. S. Eliot
-
The Princess by Alfred Tennyson
Source: Britannica; An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

0
Updated: 1 month ago
What is Andrea's relationship with his wife, Lucrezia, in Andrea del Sarto?
Created: 2 weeks ago
A
They have a deeply loving and supportive relationship
B
They are estranged and emotionally distant
C
Andrea sees her as a muse who inspires his art
D
Andrea resents her for her lack of support
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া এবং লুক্রেজিয়ার সম্পর্ক এক ধরনের বিচ্ছিন্ন এবং আবেগগতভাবে দূরত্বপূর্ণ। যদিও লুক্রেজিয়া তার জীবনসঙ্গিনী, কিন্তু তাদের সম্পর্কটি প্রেম এবং সহানুভূতির চেয়ে অনেক বেশি হতাশা এবং দ্বন্দ্বে পূর্ণ।
অ্যান্ড্রিয়া তার ব্যক্তিগত জীবনের অভ্যন্তরীণ দুশ্চিন্তা এবং তার শিল্পের প্রতি তার ভালোবাসাকে নিয়ে লুক্রেজিয়ার প্রতি এক ধরনের বিরক্তি অনুভব করে।
কবিতায়, সে জানিয়ে দেয় যে, লুক্রেজিয়া তার সাহায্য বা উৎসাহ পায়নি, বরং সে নিজের জন্য আরও কিছু করতে চায়। ফলে, তাদের সম্পর্কের মধ্যে একটি বিপর্যস্ত প্রভাব পড়ে।

0
Updated: 2 weeks ago
Who is the speaker in Browning’s poem Fra Lippo Lippi?
Created: 1 month ago
A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 1 month ago