What is the central conflict of the poem Andrea del Sarto?
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
উত্তরের বিবরণ
কবিতার মূল দ্বন্দ্ব হলো—অ্যান্ড্রিয়ার নিখুঁত দক্ষতা বনাম অনুপ্রেরণার অভাব। তার শিল্প Faultless হলেও প্রাণহীন। রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো আত্মার দীপ্তি তার শিল্পে অনুপস্থিত। এই দ্বন্দ্বই তাকে অসম্পূর্ণ শিল্পী করে তুলেছে।

0
Updated: 1 month ago
What does Andrea dream of in heaven?
Created: 1 month ago
A
To live peacefully with Lucrezia
B
To paint alongside Leonardo, Raphael, and Michelangelo
C
To own wealth and land
D
To forget all earthly ties
কবিতায় অ্যান্ড্রিয়া কল্পনা করে যে স্বর্গে গিয়ে সে মহান শিল্পীদের সঙ্গে একসাথে কাজ করবে। কিন্তু বাস্তবে সে জানে, পৃথিবীতে সে তাদের সমকক্ষ হতে পারেনি।

0
Updated: 1 month ago
What mocking example does Lippo give for prayer-only art?
Created: 1 month ago
A
Candle
B
Skull and bones
C
Flower
D
Cross
Lippo ব্যঙ্গ করে বলে—যদি শিল্পের কাজ কেবল প্রার্থনা মনে করানো হয়, তবে একটা কঙ্কাল বা ক্রসই যথেষ্ট। এতে বোঝানো হয় শিল্পের উদ্দেশ্য শুধু ধর্মীয় স্মারক নয়, বরং জীবনের সত্য প্রকাশ।

0
Updated: 1 month ago
What does Fra Lippo Lippi think about the role of religious imagery in art?
Created: 2 weeks ago
A
He believes religious imagery should dominate all artwork
B
He believes religious imagery should be avoided entirely in art
C
He thinks religious imagery is a tool to convey moral lessons
D
He feels that religious imagery should be realistic and lifelike
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো ধর্মীয় চিত্রকলাকে বাস্তব এবং জীবন্ত দেখানোর পক্ষে। সে মনে করে যে, ধর্মীয় চিত্রকর্মের মধ্যে প্রকৃতির এবং মানুষের সঠিক অনুকরণ থাকা উচিত, এবং তা কেবল রীতিনীতি বা সঠিক ধর্মীয় পাঠ দেওয়ার জন্য নয়, বরং মানুষের প্রকৃত অনুভূতি এবং বাস্তবতাকে প্রতিফলিত করতে হবে।
ফ্রা লিপ্পো এই বিষয়ে যুক্তি দেন যে, চিত্রকর্মের মধ্যে মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য এবং তাদের জীবন্ততা ফুটিয়ে তোলা উচিত, যাতে দর্শক তা দেখে তাদের অভ্যন্তরীণ অনুভূতি জাগ্রত হতে পারে।

0
Updated: 2 weeks ago