A
Rhymed couplets
B
Blank verse
C
Sonnet
D
Free verse
উত্তরের বিবরণ
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। Dramatic Monologue-এর জন্য এটি Browning-এর প্রিয় ফর্ম।

0
Updated: 1 day ago
What does Andrea say about his marriage to Lucrezia?
Created: 1 day ago
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 day ago
What does the phrase “silver-grey” symbolize in Andrea’s art?
Created: 1 day ago
A
Passion and fire
B
Wealth and prosperity
C
Calm but lifeless perfection
D
Youthful energy
Andrea del Sarto তার শিল্পকে বর্ণনা করে বলেন, “All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শিল্পের যেটি কারিগরি দিক থেকে নিখুঁত হলেও প্রাণহীন। এই রঙে শান্তি আছে, কিন্তু দীপ্তি নেই। রাফায়েল বা অন্য শিল্পীদের ছবিতে যে প্রাণবন্ততা ও আত্মার জ্যোতি আছে, তা অ্যান্ড্রিয়ার ছবিতে অনুপস্থিত। ফলে “silver-grey” প্রতীক হয়ে দাঁড়ায় তার ব্যর্থতা ও শিল্পের সীমাবদ্ধতার।

0
Updated: 1 day ago
Why does Andrea recall King Francis of France?
Created: 1 day ago
A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 1 day ago