A
Joyful and triumphant
B
Bitter and vengeful
C
Resigned and melancholic
D
Satirical and comic
উত্তরের বিবরণ
পুরো কবিতার সুর হলো একধরনের মেনে নেওয়া ও বিষণ্নতা। Andrea বুঝতে পারে সে মহৎ হতে পারেনি, তবুও স্ত্রীকে আঁকড়ে ধরে শান্তি খোঁজে। এই বেদনা ও আত্মসমর্পণই কবিতার টোন।

0
Updated: 1 day ago
Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
Created: 1 day ago
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 day ago
Robert Browning is -
Created: 4 hours ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
English
English Literature
Robert Browning (1812-1889)
The Victorian Period (1832-1901)
No subjects available.
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 4 hours ago
Which rhetorical device is in “This world’s no blot for us, nor blank”?
Created: 1 day ago
A
Metaphor
B
Antithesis
C
Hyperbole
D
Simile
এখানে ‘blot/blank’ বনাম ‘means intensely, means good’—এই বিপরীত জোড়া ব্যবহার Antithesis। এতে জোর দিয়ে বলা হয়েছে—পৃথিবী অর্থহীন নয়, বরং গভীরভাবে অর্থপূর্ণ।

0
Updated: 1 day ago