How does Andrea view his own marriage in the poem “Andrea Del Sarto”?
A
A source of peace
B
A source of inspiration
C
A source of conflict and limitation
D
A successful partnership
উত্তরের বিবরণ
লুক্রেজিয়ার সঙ্গে তার সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ নয়। অ্যান্ড্রিয়া তার স্ত্রীর অবহেলা, অবিশ্বস্ততা ও অর্থলোভের কারণে শিল্পীসত্ত্বা হারিয়ে ফেলে। দাম্পত্য জীবনের দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।

0
Updated: 1 month ago
What is the central theme of Rabbi Ben Ezra?
Created: 2 weeks ago
A
The pursuit of worldly success
B
The value of youth and its fleeting nature
C
The acceptance of ageing and the search for spiritual fulfilment
D
The importance of material wealth in life
Rabbi Ben Ezra কবিতার প্রধান থিম হলো বয়সের প্রতি গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক পূর্ণতার সন্ধান। কবি এখানে জানাচ্ছেন যে, বয়স বাড়ানোর সাথে সাথে একে একটি চিরস্থায়ী চক্র হিসেবে গ্রহণ করা উচিত, যেখানে জীবনটির উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, বরং আধ্যাত্মিক বিকাশে নিহিত থাকে।
রাব্বি বেন আজরা জীবনের শেষের দিকে আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করার জন্য আহ্বান জানান, যেখানে গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা প্রাধান্য পায়।

0
Updated: 2 weeks ago
Which philosophy best matches Lippo’s view?
Created: 1 month ago
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 weeks ago
A
The conflict between art and religion
B
The pursuit of fame through artistic achievement
C
The importance of material wealth in life
D
The inevitability of fate in human life
Fra Lippo Lippi কবিতায় প্রধান থিম হলো শিল্প এবং ধর্মের মধ্যে সংঘাত। ফ্রা লিপ্পো, একজন সন্ন্যাসী এবং শিল্পী, ধর্মের প্রতি তার আনুগত্য এবং তার শিল্পের প্রতি গভীর আবেগের মধ্যে একটি দ্বন্দ্বে বন্দী।সে বিশ্বাস করে যে, শিল্প ও ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু ধর্মের কঠোর নিয়মাবলি তার সৃজনশীলতার সাথে সংঘর্ষে পড়ে।
কবি এখানে শিল্পী এবং ধর্মীয় আদর্শের মধ্যে মানসিক টানাপোড়েনের চিত্র তুলে ধরেছেন, যেখানে শিল্পী তার স্বাধীন সৃজনশীলতার জন্য সংগ্রাম করে এবং ধর্মের শাসনের মধ্যে আটকা পড়ে।

0
Updated: 2 weeks ago