Which symbolic color does Andrea use to describe his art?
A
Golden
B
Silver-grey
C
Crimson
D
Blue
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া নিজের শিল্পকে বর্ণনা করে বলেন—“All is silver-grey, / Placid and perfect with my art.” এখানে “silver-grey” প্রতীক নিখুঁত কিন্তু প্রাণহীন শিল্পের। ধূসর-রূপালি রঙে শান্তি আছে, কিন্তু কোনো উজ্জ্বলতা বা প্রাণ নেই। এটি তার ব্যর্থতার প্রতীক।

1
Updated: 1 month ago
What does Lippo criticize about the Prior’s instructions on art?
Created: 1 month ago
A
They wanted him to paint only landscapes
B
They asked him to paint only souls, not bodies
C
They demanded money from him
D
They sent him away from Florence
Prior তাকে বলেছিল—“Your business is to paint the souls of men—man’s soul, and it’s a fire, smoke... no, it’s not...” কিন্তু Lippo প্রশ্ন তোলে—শরীরের মধ্য দিয়েই তো আত্মা প্রকাশ পায়। সে বলে, “Why can’t a painter lift each foot in turn, make his flesh liker and his soul more like?” তার মতে, শিল্পীর কাজ হলো বাস্তব মানবদেহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
কারণ দেহও ঈশ্বরের সৃষ্টি। Prior-এর নির্দেশ আসলে চার্চের কৃত্রিম আধ্যাত্মিকতার প্রতীক। Lippo এর বিপরীতে দাঁড়ায় বাস্তববাদী শিল্পদর্শনের প্রতীক হয়ে।

0
Updated: 1 month ago
Browning was the composer of any of the following poems-
Created: 4 months ago
A
Two Voices
B
The Scholar Gipsy
C
Andreadel Sarto
D
Oneone
Robert Browning ছিলেন Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মূলত তার dramatic monologue কৌশলের জন্য সাহিত্য জগতে বিশেষভাবে পরিচিত। তাকে প্রায়ই বলা হয় "Father of the Dramatic Monologue", কারণ তিনি মানবচরিত্রের গভীর মনস্তত্ত্ব, জটিল আবেগ এবং আত্মমুখী বিশ্লেষণ দক্ষতার সঙ্গে তার কবিতায় তুলে ধরতেন।
Andrea del Sarto
এই কবিতাটি Browning-এর একটি বিখ্যাত নাট্যস্বগতোক্তিমূলক কবিতা, যেখানে এক সময়ের খ্যাতিমান ইতালিয়ান চিত্রশিল্পী Andrea del Sarto নিজেই Speaker বা বক্তার ভূমিকা পালন করেন।
তার স্ত্রী Lucrezia-র উদ্দেশ্যে একটি আবেগঘন স্বগতোক্তির মাধ্যমে কবিতাটি সাজানো হয়েছে।
কবিতার মূল প্রেক্ষাপট
Andrea তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও একধরনের হতাশা ও অসম্পূর্ণতার অনুভূতি প্রকাশ করেন।
তিনি স্ত্রীকে কাছে বসিয়ে কিছু নিঃশব্দ ভালো মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা জানান। এরপর তিনি ফিরে তাকান তার অতীত জীবনের দিকে, যেখানে তিনি শিল্পে নিখুঁততা পেলেও আত্মতৃপ্তি ও স্বীকৃতির অভাবে ছিলেন।
তিনি মনে করেন, তার শিল্প কর্মগুলো ‘পরিপূর্ণ’ হলেও তা ‘আত্মার উজ্জ্বলতা’ হারিয়েছে।
শেষে তিনি স্ত্রীর সব ইচ্ছা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন, বিনিময়ে শুধু শান্তি ও ভালোবাসার আশ্রয় চান।
মানবচরিত্রের মনস্তত্ত্ব
এই কবিতায় Browning নিখুঁতভাবে তুলে ধরেছেন একজন শিল্পীর আত্মসমালোচনার প্রবণতা, সাংসারিক টানাপড়েন, প্রেম-দুঃখ-আবেগ ও জীবনের অপ্রাপ্তির করুণ বাস্তবতা। এভাবেই তিনি পাঠককে এক গভীর মনস্তাত্ত্বিক ভ্রমণে নিয়ে যান।
Robert Browning-এর উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
Porphyria’s Lover
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
A Grammarian’s Funeral
-
Dramatic Lyrics,
-
Dramatis Personae,
-
Men and Women,
-
Sordello,
-
Pauline,
-
The Patriot,
-
Bishop Blougram’s Apology,
-
Christmas Eve and Easter-Day প্রভৃতি।
ভুল সংযুক্তিকরণ এড়িয়ে চলুন
-
Two Voices – রচয়িতা: Alfred Lord Tennyson
-
The Scholar Gipsy – রচয়িতা: Matthew Arnold
-
Oenone – রচয়িতা: Alfred Lord Tennyson
এই কবিতাগুলো Browning-এর নয়, তাই তথ্য যাচাইপূর্বক অধ্যয়ন করা উচিত।
“Andrea del Sarto” কেবল একটি চিত্রশিল্পীর কাহিনি নয়; এটি এক আত্মবিশ্লেষণধর্মী যন্ত্রণার চিত্র, যেখানে প্রেম, প্রতিভা, পরাজয় এবং আশা একসঙ্গে জটিলভাবে জড়ানো। Robert Browning তার সুগভীর মনস্তাত্ত্বিক উপলব্ধি এবং নাটকীয় উপস্থাপনার মাধ্যমে এটিকে সাহিত্যিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
Source: Britannica.com
Suitable for: English literature students, Victorian poetry enthusiasts, UGC/University exam preparations

0
Updated: 4 months ago
Which philosophy best matches Lippo’s view?
Created: 1 month ago
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 month ago