A
He took his money but did not complete the work
B
He painted poorly for him
C
He never visited France
D
He insulted the king
উত্তরের বিবরণ
কবিতায় অ্যান্ড্রিয়া স্বীকার করে—“I took his coin, was tempted and complied, / And built this house and sinned, and all is said.” অর্থাৎ, সে রাজা ফ্রান্সিসের টাকা নিয়েছিল কিন্তু প্রতিশ্রুত কাজ শেষ করেনি। টাকার প্রলোভনে পড়ে সে নিজের শিল্পীসত্ত্বা ও সততা বিসর্জন দিয়েছিল। এর ফলে তার জীবনের ব্যর্থতা আরও প্রকট হয়ে ওঠে।

0
Updated: 1 day ago
Who opposed Lippo’s realistic approach most strongly?
Created: 1 day ago
A
Cosimo de’ Medici
B
The Prior and the learned monks
C
The watchmen
D
The carnival singers
মঠের জ্ঞানী প্রধানরা তার কাজকে “devil’s game” বলেছিল। তাদের মতে, দেহ আঁকা মানে নশ্বর জিনিস আঁকা। তারা চাইত শুধুই আত্মা, ধোঁয়াটে প্রতীক। কিন্তু Lippo যুক্তি দিল—আত্মা প্রকাশ করতে হলে দেহ লাগবেই। এই দ্বন্দ্ব আসলে মধ্যযুগীয় ধর্মতত্ত্ব বনাম রেনেসাঁস মানবতাবাদের প্রতিফলন।

0
Updated: 1 day ago
What is the main conflict in Andrea del Sarto?
Created: 1 month ago
A
Art versus passion
B
War
C
Family
D
Politics

0
Updated: 1 month ago
What does Andrea dream of in heaven?
Created: 1 day ago
A
To live peacefully with Lucrezia
B
To paint alongside Leonardo, Raphael, and Michelangelo
C
To own wealth and land
D
To forget all earthly ties
কবিতায় অ্যান্ড্রিয়া কল্পনা করে যে স্বর্গে গিয়ে সে মহান শিল্পীদের সঙ্গে একসাথে কাজ করবে। কিন্তু বাস্তবে সে জানে, পৃথিবীতে সে তাদের সমকক্ষ হতে পারেনি।

0
Updated: 1 day ago