A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 1 day ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 1 month ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 1 month ago
Who opposed Lippo’s realistic approach most strongly?
Created: 1 day ago
A
Cosimo de’ Medici
B
The Prior and the learned monks
C
The watchmen
D
The carnival singers
মঠের জ্ঞানী প্রধানরা তার কাজকে “devil’s game” বলেছিল। তাদের মতে, দেহ আঁকা মানে নশ্বর জিনিস আঁকা। তারা চাইত শুধুই আত্মা, ধোঁয়াটে প্রতীক। কিন্তু Lippo যুক্তি দিল—আত্মা প্রকাশ করতে হলে দেহ লাগবেই। এই দ্বন্দ্ব আসলে মধ্যযুগীয় ধর্মতত্ত্ব বনাম রেনেসাঁস মানবতাবাদের প্রতিফলন।

0
Updated: 1 day ago
What is the central conflict of the poem Andrea del Sarto?
Created: 1 day ago
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
কবিতার মূল দ্বন্দ্ব হলো—অ্যান্ড্রিয়ার নিখুঁত দক্ষতা বনাম অনুপ্রেরণার অভাব। তার শিল্প Faultless হলেও প্রাণহীন। রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো আত্মার দীপ্তি তার শিল্পে অনুপস্থিত। এই দ্বন্দ্বই তাকে অসম্পূর্ণ শিল্পী করে তুলেছে।

0
Updated: 1 day ago