A
Arrogant
B
Humble yet regretful
C
Indifferent
D
Proud and victorious
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া রাফায়েলের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে একধরনের আক্ষেপ প্রকাশ করে। সে জানে, রাফায়েলের মতো আত্মার দীপ্তি তার মধ্যে নেই। যদিও তার কাজ নিখুঁত, কিন্তু রাফায়েলের কাজ মহত্ত্বে ভরা।
এই স্বীকারোক্তিতে তার বিনয় ও হতাশা দুটোই প্রকাশিত। ব্রাউনিং এখানে দেখিয়েছেন যে নিখুঁততা একা যথেষ্ট নয়; শিল্পকে মহত্ত্ব দিতে হলে চাই আত্মার অনুপ্রেরণা।

0
Updated: 1 day ago
Who is Andrea in Andrea del Sarto?
Created: 3 weeks ago
A
Painter
B
Soldier
C
King
D
Poet

0
Updated: 3 weeks ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 day ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

0
Updated: 1 day ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 day ago