What does Andrea say about worldly success?
A
It is enough for him
B
It cannot satisfy without inspiration
C
It is greater than art
D
It is given only by Lucrezia
উত্তরের বিবরণ
Andrea স্বীকার করে যে সম্পদ বা পৃষ্ঠপোষকতা থাকলেও শিল্পের অনুপ্রেরণা না থাকলে সত্যিকার সাফল্য আসে না।

0
Updated: 1 month ago
What was the common people’s reaction to Lippo’s early frescoes?
Created: 1 month ago
A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 month ago
Rabbi Ben Ezra was crafted by –
Created: 3 weeks ago
A
Lord Byron
B
W. B Yeats
C
T. S Eliot
D
Robert Browning
সঠিক উত্তর হলো: ঘ) Robert Browning
"Rabbi Ben Ezra" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম দার্শনিক কবিতা, যা রচনা করেছিলেন Robert Browning। এটি মূলত একটি dramatic monologue, যেখানে জীবনের উদ্দেশ্য, বয়স, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়ন বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে। কবিতার কেন্দ্রীয় চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন ইহুদি দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে Browning জীবনের দার্শনিক সত্যগুলো প্রকাশ করেছেন। কবিতায় বলা হয়েছে যে জীবনের মূল্য কেবল বাহ্যিক কর্মে নয়, বরং চরিত্র ও আত্মার বিকাশের মধ্যে নিহিত। Browning শেষ অংশে জীবনের রূপক হিসেবে মাটির হাঁড়ির কথা উল্লেখ করেছেন, যা ঈশ্বরের হাতে গঠিত হয়—এই প্রতীক মানুষের আত্মিক গঠনের প্রতীক।
-
Rabbi Ben Ezra (1864):
-
A philosophical poem in the form of a dramatic monologue.
-
Presents Browning’s religious philosophy through the voice of Rabbi Ben Ezra.
-
Life is portrayed as a divine shaping process, where spiritual growth and character matter more than worldly achievements.
-
Emphasizes that old age is not the decline of life, but the summit of spiritual maturity.
-
-
Robert Browning (1812–1889):
-
তিনি Victorian Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বিশেষভাবে বিখ্যাত তাঁর dramatic monologues-এর জন্য।
-
তাঁর কবিতায় মানুষের মানসিকতা, নৈতিক দ্বন্দ্ব ও দার্শনিক চিন্তাধারা গভীরভাবে ফুটে ওঠে।
-
-
Notable Works:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
-
Paracelsus
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Dramatic Lyrics
-
Men and Women
-
Dramatis Personae
-

0
Updated: 3 weeks ago
What Latin word does Lippo jokingly remember as the only he learned?
Created: 1 month ago
A
Deus
B
Amo
C
Vita
D
Gloria
Fra Lippo বলে—“Flower o’ the clove. All the Latin I construe is, ‘amo’ I love!” এখানে সে ব্যঙ্গ করে জানায় যে মঠে তাকে লাতিন শেখানো হয়েছিল, কিন্তু সে শিখেছে কেবল ভালোবাসার শব্দ “Amo।” এটি তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতীক। চার্চ চাইত সে আধ্যাত্মিকতা শিখুক, কিন্তু তার মন পড়েছিল দেহ, ভালোবাসা ও জীবনের বাস্তবতায়।
“Amo” শব্দটি তাই Lippo-র বাস্তববাদী ও মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতীক হয়ে ওঠে। ব্রাউনিং এখানে কৌতুক ও ব্যঙ্গ মিশিয়ে চার্চশিক্ষার সীমাবদ্ধতা দেখিয়েছেন।

1
Updated: 1 month ago