ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা?
A
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
B
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
C
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
D
সড়ক ও জনপদ অধিদপ্তর
উত্তরের বিবরণ
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। এটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্কের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে। ডিএমটিসিএল বর্তমানে এমআরটি লাইন-১, লাইন-৫ (উত্তর) এবং লাইন-৬-এর কাজ পরিচালনা করছে।
অন্য বিকল্পগুলোর ভূমিকা:
ক. ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA): ঢাকার পরিবহন ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে।
খ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC): সরকারি বাস ও পরিবহন সেবা প্রদান করে।
ঘ. সড়ক ও জনপদ অধিদপ্তর (RHD): সড়ক ও মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
সারাংশ: ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

0
Updated: 4 months ago
What is 'Tiger Lightning 2025'?
Created: 4 weeks ago
A
Air force exercise of Bangladesh
B
Joint military exercise between Bangladesh and the United States
C
Bilateral maritime exercise between Bangladesh and India
D
Naval exercise of the Bangladesh Navy
Exercise Tiger Lightning 2025
-
ধরণ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে।
-
তত্ত্বাবধান:
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড
-
যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড
-
-
অংশগ্রহণকারী সদস্য:
-
বাংলাদেশ সেনাবাহিনী → ১০০ জন (প্যারা কমান্ডো ব্রিগেড)
-
যুক্তরাষ্ট্র নেভাডা ন্যাশনাল গার্ড → ৬৬ জন
-
-
সময়কাল: ২৫ জুলাই – ৩০ জুলাই, ২০২৫ (মোট ৬ দিন)
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
যৌথ আভিযানিক সক্ষমতা ও কৌশলগত সমন্বয় উন্নয়ন
-
প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 4 weeks ago
'Subarnachar Island' is located in -
Created: 4 weeks ago
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 4 weeks ago
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Created: 4 months ago
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 4 months ago