Why does Andrea call himself “poor, despised”?
A
He is financially ruined
B
He is socially ignored
C
He feels spiritually and artistically underrated
D
He has no family
উত্তরের বিবরণ
Andrea মনে করে পৃথিবীতে তাকে ছোট করা হয়েছে কারণ তার শিল্পে প্রাণ নেই। যদিও নিখুঁত, তার কাজকে রাফায়েল-মাইকেলেঞ্জেলোর মতো মূল্যায়ন করা হয়নি।

0
Updated: 1 month ago
What is the Duke’s response to the Duchess's behaviour in My Last Duchess?
Created: 2 weeks ago
A
He is pleased by her politeness and affection
B
He is frustrated by her inability to recognise his superiority
C
He admires her carefree nature
D
He is indifferent to her behaviour
My Last Duchess কবিতায়, ডিউক তার স্ত্রীর আচরণে এক ধরনের বিরক্তি এবং অসন্তুষ্টি অনুভব করেন। তিনি মনে করেন যে, তার স্ত্রীর সাদাসিধে হাসি, তার সাধারণ এবং দয়ালু আচরণ তার শাসন এবং শ্রদ্ধার প্রতি অবমাননা করেছে। ডিউক তার স্ত্রীর সাথে তার শাসন-ক্ষমতার অদৃশ্য সম্পর্কের প্রতি অবজ্ঞা এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণের অভাব অনুভব করেন।
তার কাছে, স্ত্রীর উচিত ছিল তার মর্যাদা এবং ক্ষমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা, কিন্তু তিনি দেখেন যে, স্ত্রীর মনোভাব তার শাসনাধীন হওয়ার পরিবর্তে তার প্রতি সমান মনোভাব রেখেছে।

0
Updated: 2 weeks ago
What Renaissance idea does Lippo’s philosophy represent?
Created: 1 month ago
A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
Who is the speaker in Robert Browning’s poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।

0
Updated: 1 month ago