A
He will never paint again
B
He will paint for her friends according to their wishes
C
He will leave Florence forever
D
He will go back to King Francis
উত্তরের বিবরণ
লুক্রেজিয়ার অবহেলা ও অর্থলোভ সত্ত্বেও অ্যান্ড্রিয়া প্রতিশ্রুতি দেয় যে সে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও কাজ করবে। তাদের পছন্দমতো বিষয়, সময় আর দাম মেনে নেবে।
মূলত স্ত্রীকে খুশি রাখতেই সে এই প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায়, অ্যান্ড্রিয়া শিল্পীর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দাম্পত্য শান্তির জন্য আপস করতে প্রস্তুত। শিল্পীর আসল কর্তব্য হলো সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখা, কিন্তু অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার প্রভাবে সেই আদর্শে স্থির থাকতে পারে না।
এভাবে ব্রাউনিং দেখিয়েছেন—ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিভাবে একজন শিল্পীর শিল্পীসত্ত্বাকে ক্ষতিগ্রস্ত করে।

0
Updated: 1 day ago
Which philosophy best matches Lippo’s view?
Created: 1 day ago
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 day ago
What is the central conflict of the poem Andrea del Sarto?
Created: 1 day ago
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
কবিতার মূল দ্বন্দ্ব হলো—অ্যান্ড্রিয়ার নিখুঁত দক্ষতা বনাম অনুপ্রেরণার অভাব। তার শিল্প Faultless হলেও প্রাণহীন। রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো আত্মার দীপ্তি তার শিল্পে অনুপস্থিত। এই দ্বন্দ্বই তাকে অসম্পূর্ণ শিল্পী করে তুলেছে।

0
Updated: 1 day ago
What does Lippo criticize about the Prior’s instructions on art?
Created: 1 day ago
A
They wanted him to paint only landscapes
B
They asked him to paint only souls, not bodies
C
They demanded money from him
D
They sent him away from Florence
Prior তাকে বলেছিল—“Your business is to paint the souls of men—man’s soul, and it’s a fire, smoke... no, it’s not...” কিন্তু Lippo প্রশ্ন তোলে—শরীরের মধ্য দিয়েই তো আত্মা প্রকাশ পায়। সে বলে, “Why can’t a painter lift each foot in turn, make his flesh liker and his soul more like?” তার মতে, শিল্পীর কাজ হলো বাস্তব মানবদেহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
কারণ দেহও ঈশ্বরের সৃষ্টি। Prior-এর নির্দেশ আসলে চার্চের কৃত্রিম আধ্যাত্মিকতার প্রতীক। Lippo এর বিপরীতে দাঁড়ায় বাস্তববাদী শিল্পদর্শনের প্রতীক হয়ে।

0
Updated: 1 day ago