A
Venice
B
Fiesole
C
Milan
D
Pisa
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার হাত ধরে জানালার পাশে বসে Fiesole শহরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে চায়। Fiesole হলো ফ্লোরেন্সের কাছের এক পাহাড়ি অঞ্চল। ব্রাউনিং এখানে ফিয়েসোলের শান্ত, ধূসর গোধূলির চিত্র ব্যবহার করেছেন অ্যান্ড্রিয়ার জীবনের প্রতীক হিসেবে।
অ্যান্ড্রিয়ার শিল্পকর্ম যেমন নিখুঁত হলেও প্রাণহীন, তেমনি ফিয়েসোলের দৃশ্যও শান্ত কিন্তু নির্জীব। অ্যান্ড্রিয়ার জীবনে দাম্পত্য টানাপোড়েন, শিল্পীর হতাশা এবং জীবনের গোধূলি মিলেমিশে ফিয়েসোলকে এক ধরনের প্রতীক করে তুলেছে। এভাবে একটি ভৌগোলিক স্থান কবিতায় রূপক অর্থ ধারণ করেছে—অ্যান্ড্রিয়ার নিস্তেজ জীবন আর অপূর্ণ শিল্পসত্ত্বার প্রতীক হয়ে।

1
Updated: 1 day ago
Which poem is about a painter’s life?
Created: 1 month ago
A
Andrea del Sarto
B
My Last Duchess
C
Fra Lippo Lippi
D
Rabbi Ben Ezra

0
Updated: 1 month ago
What quality does Andrea envy in other painters?
Created: 1 day ago
A
Wealth
B
Noble birth
C
Passion and inspiration
D
Political power
অ্যান্ড্রিয়া স্বীকার করে যে তার হাতের কাজ নিখুঁত হলেও তার মধ্যে নেই সেই আগুন, সেই উচ্ছ্বাস যা অন্যদের শিল্পকে মহৎ করেছে। সে বলে, “There burns a truer light of God in them.” অর্থাৎ, ঈশ্বর তাদের মনে যে আলোর স্ফুলিঙ্গ দিয়েছেন, তা তার নেই। অন্যরা কম দক্ষ হলেও তাদের শিল্পে প্রাণ আছে, তারা আকাশ ছুঁতে চায়, তাই তারা মহৎ।
কিন্তু অ্যান্ড্রিয়া শুধু নিজের সীমার ভেতরে থাকে। এই আক্ষেপ থেকেই তার বিখ্যাত লাইন—“A man’s reach should exceed his grasp, Or what’s a heaven for?”—অর্থাৎ মানুষকে সবসময় নিজের নাগালের বাইরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এখানে Andrea del Sarto নিজেই স্বীকার করছে যে তার দুর্বলতা হলো অনুপ্রেরণার অভাব।

0
Updated: 1 day ago
Who is the subject of My Last Duchess?
Created: 3 weeks ago
A
The Duke himself
B
The Duke’s daughter
C
The Duke’s wife
D
The painter

0
Updated: 3 weeks ago