What is the poetic form of Andrea del Sarto?
A
Rhymed couplets
B
Blank verse
C
Sonnet
D
Free verse
উত্তরের বিবরণ
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। Dramatic Monologue-এর জন্য এটি Browning-এর প্রিয় ফর্ম।

1
Updated: 1 month ago
What does Andrea regret about his youth?
Created: 1 month ago
A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।

0
Updated: 1 month ago
What promise does Andrea make to Lucrezia at the beginning of the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He will never paint again
B
He will paint for her friends according to their wishes
C
He will leave Florence forever
D
He will go back to King Francis
লুক্রেজিয়ার অবহেলা ও অর্থলোভ সত্ত্বেও অ্যান্ড্রিয়া প্রতিশ্রুতি দেয় যে সে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও কাজ করবে। তাদের পছন্দমতো বিষয়, সময় আর দাম মেনে নেবে।
মূলত স্ত্রীকে খুশি রাখতেই সে এই প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায়, অ্যান্ড্রিয়া শিল্পীর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দাম্পত্য শান্তির জন্য আপস করতে প্রস্তুত। শিল্পীর আসল কর্তব্য হলো সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখা, কিন্তু অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার প্রভাবে সেই আদর্শে স্থির থাকতে পারে না।
এভাবে ব্রাউনিং দেখিয়েছেন—ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিভাবে একজন শিল্পীর শিল্পীসত্ত্বাকে ক্ষতিগ্রস্ত করে।

0
Updated: 1 month ago
Which poem is about a painter’s life?
Created: 2 months ago
A
Andrea del Sarto
B
My Last Duchess
C
Fra Lippo Lippi
D
Rabbi Ben Ezra

0
Updated: 2 months ago