A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

0
Updated: 1 day ago
What does the phrase “silver-grey” symbolize in Andrea’s art?
Created: 1 day ago
A
Passion and fire
B
Wealth and prosperity
C
Calm but lifeless perfection
D
Youthful energy
Andrea del Sarto তার শিল্পকে বর্ণনা করে বলেন, “All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শিল্পের যেটি কারিগরি দিক থেকে নিখুঁত হলেও প্রাণহীন। এই রঙে শান্তি আছে, কিন্তু দীপ্তি নেই। রাফায়েল বা অন্য শিল্পীদের ছবিতে যে প্রাণবন্ততা ও আত্মার জ্যোতি আছে, তা অ্যান্ড্রিয়ার ছবিতে অনুপস্থিত। ফলে “silver-grey” প্রতীক হয়ে দাঁড়ায় তার ব্যর্থতা ও শিল্পের সীমাবদ্ধতার।

0
Updated: 1 day ago
What does Andrea say about worldly success?
Created: 1 day ago
A
It is enough for him
B
It cannot satisfy without inspiration
C
It is greater than art
D
It is given only by Lucrezia
Andrea স্বীকার করে যে সম্পদ বা পৃষ্ঠপোষকতা থাকলেও শিল্পের অনুপ্রেরণা না থাকলে সত্যিকার সাফল্য আসে না।

0
Updated: 1 day ago
Which famous Florentine painter is mentioned as an ideal by the monks?
Created: 1 day ago
A
Giotto
B
Leonardo da Vinci
C
Raphael
D
Donatello
Prior বলে—“Here’s Giotto, with his Saint a-praising God.” মঠ চায় Lippo যেন Giotto-র মতো কেবল আধ্যাত্মিক ছবি আঁকে। কিন্তু Lippo মনে করে, শুধু আত্মা আঁকলে শিল্প অসম্পূর্ণ হয়; দেহ ও বাস্তবতা ছাড়াও সৌন্দর্য থাকে না।

1
Updated: 1 day ago