What is the ultimate tone of the poem “Andrea Del Sarto”?
A
Joyful and triumphant
B
Bitter and vengeful
C
Resigned and melancholic
D
Satirical and comic
উত্তরের বিবরণ
পুরো কবিতার সুর হলো একধরনের মেনে নেওয়া ও বিষণ্নতা। Andrea বুঝতে পারে সে মহৎ হতে পারেনি, তবুও স্ত্রীকে আঁকড়ে ধরে শান্তি খোঁজে। এই বেদনা ও আত্মসমর্পণই কবিতার টোন।

0
Updated: 1 month ago
My Last Duchess is a famous dramatic monologue by:
Created: 1 month ago
A
Percy Bysshe Shelley
B
Alfred Tennyson
C
George Eliot
D
Robert Browning
My Last Duchess হলো রবার্ট ব্রাউনিং-এর লেখা একটি বিখ্যাত dramatic monologue।
কবিতায় একজন ডিউক (Duke) তার প্রাক্তন ডাচেসের ছবির সামনে কথা বলেন। বক্তৃতার মাধ্যমে তিনি তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণ হারানোর রাগ এবং অহংকার প্রকাশ করেন। ব্রাউনিং মানব স্বভাব, ক্ষমতার লোভ, সামাজিক মর্যাদার প্রতি আসক্তি এবং ব্যক্তিগত অহংকারের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। ডিউকের ভাষা ও আচরণের মাধ্যমে পাঠক তার অহংকার ও আসক্তি বোঝে, আর ডাচেসের চরিত্রে নরম সৌন্দর্য ও মানবিক মনোবৃত্তি প্রতিফলিত হয়। এটি Victorian যুগের মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ উদাহরণ।
বিস্তারিত আলোচনা:
My Last Duchess:
-
এটি একটি dramatic monologue, ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারা ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির মাধ্যমে তার স্ত্রী সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্রের প্রশংসা করে, কিন্তু তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর কারণে স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার শেষে বোঝা যায় যে ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
Robert Browning (1812–1889):
-
ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান কবি।
-
নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
-
সবচেয়ে বিখ্যাত কাজ: The Ring and the Book, যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
উল্লেখযোগ্য রচনা:
কবিতা:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Men and Women
-
Christmas-Eve and Easter-Day
-
Bishop Blougram’s Apology
নাটক:
-
Pippa Passes
Source: Britannica

0
Updated: 1 month ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 2 months ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 2 months ago
What is the tone of Lippo’s voice in the poem?
Created: 1 month ago
A
Calm and serene
B
Playful, ironic, and passionate
C
Solemn and tragic
D
Indifferent and cold
পুরো কবিতায় Lippo-র কণ্ঠ বিদ্রূপ, হাস্যরস, আবেগ ও বিদ্রোহে ভরা। কখনো সে ব্যঙ্গ করে, কখনো রসিকতা করে, আবার কখনো আবেগে ফেটে পড়ে। এই স্বর Dramatic Monologue-কে জীবন্ত করেছে।

1
Updated: 1 month ago