A
King Francis
B
Lucrezia
C
Michelangelo
D
The Prior
উত্তরের বিবরণ
পুরো কবিতায় অ্যান্ড্রিয়া দেল সার্তো সরাসরি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে কথা বলছে। Dramatic Monologue-এর মাধ্যমে তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন, যেন তারা আর ঝগড়া না করে শান্তিতে বসে থাকে।
শুরুতেই তিনি বলেন: “But do not let us quarrel any more, / No, my Lucrezia.” এ থেকে বোঝা যায়, তাদের দাম্পত্য সম্পর্কে গভীর টানাপোড়েন ছিল। লুক্রেজিয়া স্বামীকে সত্যিকার অর্থে ভালোবাসে না, বরং অর্থলোভী এবং অন্যদের প্রতি আকৃষ্ট। অ্যান্ড্রিয়া জানে তার স্ত্রী বিশ্বস্ত নয়, তবুও সে তার কাছে শান্তি চায়।
স্ত্রীকে খুশি রাখার জন্য সে প্রতিশ্রুতি দেয় যে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও ছবি আঁকবে এবং তাদের ইচ্ছামতো দাম নেবে। মূলত লুক্রেজিয়ার সান্নিধ্য আর ভালোবাসার জন্যই অ্যান্ড্রিয়া নিজের শিল্পী স্বাধীনতা বিসর্জন দিতে রাজি হয়। এই দাম্পত্য দ্বন্দ্বই কবিতার অন্যতম আবেগময় দিক।

0
Updated: 1 day ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 1 day ago
Who is the subject of My Last Duchess?
Created: 3 weeks ago
A
The Duke himself
B
The Duke’s daughter
C
The Duke’s wife
D
The painter

0
Updated: 3 weeks ago
What is the final tone of Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Despairing
B
Ironic yet hopeful
C
Solemn
D
Neutral
শেষদিকে Lippo ব্যঙ্গ করে চার্চকে, আবার ভবিষ্যতের শিল্পের আশাও রাখে। তার কণ্ঠে বিদ্রোহ আছে, কিন্তু সম্পূর্ণ হতাশা নেই। বরং জীবনের প্রতি ভালোবাসা ও শিল্পের সত্য বলার তৃষ্ণা তাকে আশাবাদী করে তোলে।

0
Updated: 1 day ago