A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
উত্তরের বিবরণ
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।

0
Updated: 1 day ago
Who is the speaker in Browning’s poem Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 1 day ago
Who is the speaker in Rabbi Ben Ezra?
Created: 3 weeks ago
A
Rabbi Ben Ezra
B
Robert Browning
C
Matthew Arnold
D
Alfred Tennyson

0
Updated: 3 weeks ago
What does Lippo criticize about the Prior’s instructions on art?
Created: 1 day ago
A
They wanted him to paint only landscapes
B
They asked him to paint only souls, not bodies
C
They demanded money from him
D
They sent him away from Florence
Prior তাকে বলেছিল—“Your business is to paint the souls of men—man’s soul, and it’s a fire, smoke... no, it’s not...” কিন্তু Lippo প্রশ্ন তোলে—শরীরের মধ্য দিয়েই তো আত্মা প্রকাশ পায়। সে বলে, “Why can’t a painter lift each foot in turn, make his flesh liker and his soul more like?” তার মতে, শিল্পীর কাজ হলো বাস্তব মানবদেহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
কারণ দেহও ঈশ্বরের সৃষ্টি। Prior-এর নির্দেশ আসলে চার্চের কৃত্রিম আধ্যাত্মিকতার প্রতীক। Lippo এর বিপরীতে দাঁড়ায় বাস্তববাদী শিল্পদর্শনের প্রতীক হয়ে।

0
Updated: 1 day ago