Why does Andrea recall King Francis of France?
A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 1 month ago
The poem "The Patriot" was written by-
Created: 1 week ago
A
Matthew Arnold
B
William Hazlitt
C
Robert Browning
D
Sir Walter Scott
“The Patriot” কবিতাটি Robert Browning রচিত একটি বিখ্যাত dramatic monologue, যা প্রকাশিত হয়েছিল ১৮৪২ সালে তাঁর কাব্যগ্রন্থ “Dramatic Lyrics”-এ। এই কবিতায় কবি এক দেশপ্রেমিকের জীবনের করুণ পরিণতি এবং জনসাধারণের চঞ্চল, দ্বিমুখী মানসিকতা তুলে ধরেছেন।
• The Patriot:
-
এটি Robert Browning রচিত শ্রেষ্ঠ dramatic monologue-গুলোর একটি।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪২ সালে “Dramatic Lyrics” কাব্যগ্রন্থে।
-
এতে এক সময়ের জনপ্রিয় দেশপ্রেমিক যিনি এক বছর আগে জনগণের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত ছিলেন, তিনি পরবর্তীতে অবমূল্যায়ন ও অপমানের শিকার হন।
-
কবিতার কেন্দ্রীয় ভাব হলো Irony, অর্থাৎ একই জনগণ এক সময় প্রশংসা করে, আবার অন্য সময় ঘৃণায় পাথর ছোঁড়ে।
-
কবিতার বক্তা (the Patriot) অতীতের গৌরবময় মুহূর্তের কথা স্মরণ করে বর্তমানের লাঞ্ছিত অবস্থা বর্ণনা করে এবং শেষে বলে যে—এই জগতে ন্যায় না পেলেও পরলোকে ন্যায়বিচার পাবেন।
-
কবিতার অন্যতম বিখ্যাত লাইন: “Thus I entered, and thus I go!”
-
এর মাধ্যমে কবি বুঝিয়েছেন—একসময় তিনি যেভাবে উল্লাসে রাজপথে প্রবেশ করেছিলেন, আজ সেই পথেই মৃত্যুর মুখে যাচ্ছেন, তবে অন্তরে শান্তি আছে কারণ তিনি জানেন যে সত্য পরলোকে প্রতিফল পাবে।
• Robert Browning (1812–1889):
-
তিনি ছিলেন Victorian Age-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue রচনায় তাঁর দক্ষতা ও মানবমনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
-
তাঁর কবিতায় প্রায়ই নৈতিক দ্বন্দ্ব, আত্মসমালোচনা এবং মানসিক জটিলতা ফুটে ওঠে।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক এক বিখ্যাত কবি ছিলেন।
• Notable Works (Poems):
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
The Patriot
-
Rabbi Ben Ezra
-
Andrea del Sarto
-
Sordello
-
Paracelsus
-
Pippa Passes (verse drama)
-
The Pied Piper of Hamelin
-
Bishop Blougram’s Apology (long poem)
-
Christmas Eve and Easter-Day (long poem)
• Books of Poems:
-
Dramatis Personae
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring and the Book
• অতিরিক্ত তথ্য:
-
Robert Browning-এর “The Patriot” কবিতাটি মানুষের অকৃতজ্ঞতা, সময়ের পরিবর্তনশীলতা এবং মানবজীবনের অনিত্যতা তুলে ধরে।
-
কবিতাটি আধ্যাত্মিক আশা ও ন্যায়ের বিশ্বাস দ্বারা শেষ হয়, যেখানে কবি বিশ্বাস প্রকাশ করেন যে মানুষের প্রকৃত মূল্যায়ন ঈশ্বরের বিচারে হবে।
-
উল্লেখযোগ্য যে, “Patriotism” নামক কবিতাটি Sir Walter Scott রচিত, যা “The Patriot” থেকে ভিন্ন।

0
Updated: 1 week ago
"My Last Duchess" is a poem written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Alfred Tennyson
C
Robert Browning
D
Matthew Arnold
• "My Last Duchess" is a poem written by – Robert Browning.
• My Last Duchess:
-
এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার মধ্যে শেষের দিকে স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
• Robert Browning
-
তিনি Victorian age-এর একজন British Poet।
-
তিনি dramatic monologue এবং psychological portraiture-এর দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।
• Some quotations from Robert Browning:
-
"What of soul was left, I wonder, when the kissing had to stop?"
-
"Ignorance is not innocence but sin."
-
"If you get simple beauty and naught else, You get about the best thing God invents."
-
"Ah, but a man's reach should exceed his grasp, Or what's a heaven for?"
• Notable works:
-
Fra Lippo Lippi,
-
Men and Women,
-
My Last Duchess,
-
The Patriot,
-
Paracelsus,
-
Pippa Passes,
-
Rabbi Ben Ezra,
-
Sordello,
-
The Pied Piper of Hamelin,
-
The Ring, ইত্যাদি।
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
Who painted the portrait of the Duchess in My Last Duchess?
Created: 1 week ago
A
Neptune
B
Fra Pandolf
C
Michael Angelo
D
Raphael
ব্রাউনিংয়ের “My Last Duchess” কবিতায় ডিউক নিজে তার স্ত্রীর প্রতিকৃতির কথা উল্লেখ করে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে ছবিটি এঁকেছেন “Fra Pandolf” নামের এক শিল্পী।
-
কবিতার শুরুতেই ডিউক অতিথিকে প্রতিকৃতি দেখিয়ে বলেন— “That’s my last Duchess painted on the wall, looking as if she were alive.”
-
এরপর তিনি বিশেষভাবে বলেন, “Fra Pandolf’s hands worked busily a day, and there she stands.”
-
এতে বোঝা যায়, Fra Pandolf ছিলেন সেই শিল্পী যিনি ডিউকের শেষ ডাচেসের প্রতিকৃতি এঁকেছিলেন।
-
ডিউকের উদ্দেশ্য ছিল অতিথিকে প্রভাবিত করা, তাই তিনি শিল্পীর নাম উল্লেখ করেন যেন প্রতিকৃতির মর্যাদা ও কৌশল আরও গুরুত্বপূর্ণ মনে হয়।
অতএব, সঠিক উত্তর (b) Fra Pandolf, কারণ ডিউক নিজেই তার নাম উল্লেখ করে বোঝান যে তিনিই প্রতিকৃতির চিত্রশিল্পী।

0
Updated: 1 week ago