What does Andrea mean by the line “A man’s reach should exceed his grasp”?
A
Man should only aim for what he can get
B
Man should desire wealth
C
Man should aim beyond his immediate power
D
Man should remain satisfied with little
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়ার এই লাইনটি অত্যন্ত বিখ্যাত। এর দ্বারা বোঝানো হয়েছে—মানুষের লক্ষ্য সবসময় তার নাগালের বাইরে হওয়া উচিত, কারণ উচ্চাকাঙ্ক্ষাই মানুষকে মহৎ করে তোলে।
অ্যান্ড্রিয়া স্বীকার করছে যে তার নিজের আকাঙ্ক্ষা সীমাবদ্ধ, সে যা করতে পারে কেবল তাই-ই করেছে। কিন্তু রাফায়েল ও মাইকেলেঞ্জেলো তাদের নাগালের বাইরে লক্ষ্য স্থির করেছিল, তাই তারা মহত্ত্ব অর্জন করেছে। ব্রাউনিং-এর বার্তাটি হলো—অসীম উচ্চাশা না থাকলে সত্যিকার শিল্প বা জীবন মহান হতে পারে না।

1
Updated: 1 month ago
What is
the subject of My Last Duchess?
Created: 2 months ago
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant

0
Updated: 2 months ago
Which rhetorical device is in “This world’s no blot for us, nor blank”?
Created: 1 month ago
A
Metaphor
B
Antithesis
C
Hyperbole
D
Simile
এখানে ‘blot/blank’ বনাম ‘means intensely, means good’—এই বিপরীত জোড়া ব্যবহার Antithesis। এতে জোর দিয়ে বলা হয়েছে—পৃথিবী অর্থহীন নয়, বরং গভীরভাবে অর্থপূর্ণ।

0
Updated: 1 month ago
What symbolic time of day dominates Andrea’s reflections?
Created: 1 month ago
A
Morning
B
Afternoon
C
Twilight/Evening
D
Midnight
কবিতায় অ্যান্ড্রিয়া বারবার সন্ধ্যা ও গোধূলির উল্লেখ করেন। “A common greyness silvers everything,—All in a twilight, you and I alike.” এখানে গোধূলি বা twilight প্রতীক হিসেবে এসেছে অ্যান্ড্রিয়ার জীবন ও শিল্পকে বোঝাতে।
তার জীবন যেন দিনের মতো নয়—উজ্জ্বল সূর্যোদয় বা দীপ্ত midday নেই, আছে কেবল ম্লান গোধূলি। এই twilight তার দাম্পত্য জীবনের ক্লান্তি, শিল্পের অপূর্ণতা এবং অনুপ্রেরণাহীন নিখুঁততাকে প্রকাশ করে। আবার, twilight বোঝায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থা—একজন শিল্পীর অস্তগামী জীবনের প্রতীক। ফিয়েসোলের শান্ত পাহাড়ি দৃশ্য আর মঠের ঘণ্টাধ্বনি এই গোধূলি ভাবকে আরও জোরালো করে তোলে। ফলে সময়ের প্রতীক হিসেবে twilight কবিতার আবহ গড়ে তোলে।

1
Updated: 1 month ago