What is Andrea’s tone when he compares himself with Raphael?
A
Arrogant
B
Humble yet regretful
C
Indifferent
D
Proud and victorious
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া রাফায়েলের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে একধরনের আক্ষেপ প্রকাশ করে। সে জানে, রাফায়েলের মতো আত্মার দীপ্তি তার মধ্যে নেই। যদিও তার কাজ নিখুঁত, কিন্তু রাফায়েলের কাজ মহত্ত্বে ভরা।
এই স্বীকারোক্তিতে তার বিনয় ও হতাশা দুটোই প্রকাশিত। ব্রাউনিং এখানে দেখিয়েছেন যে নিখুঁততা একা যথেষ্ট নয়; শিল্পকে মহত্ত্ব দিতে হলে চাই আত্মার অনুপ্রেরণা।

0
Updated: 1 month ago
Robert Browning was a _____ poet. Fill in the gap with appropriate word.
Created: 1 month ago
A
Romantic
B
Victorian
C
Modern
D
Elizathan
Robert Browning (1812–1889)
-
Victorian যুগের অন্যতম প্রধান কবি হিসেবে Robert Browning-এর নাম বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি মূলত dramatic monologue বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য খ্যাত। এ কারণে তাঁকে অনেকে Father of Dramatic Monologue বলে অভিহিত করেন।
-
তাঁর কবিতায় মানুষের মনের জটিলতা ও মানসিক দিকগুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঈশ্বরবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রকাশও সেখানে পাওয়া যায়।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক যুগের একজন খ্যাতনামা কবি ছিলেন।
উল্লেখযোগ্য রচনা
কবিতা (Poems):
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
The Patriot
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Men and Women
-
Dramatic Lyrics
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
Dramatis Personae ইত্যাদি।
নাটক (Plays):
-
তাঁর প্রথম নাটক Strafford (1837) মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: Britannica.com এবং Encyclopedia.com

0
Updated: 1 month ago
What does Andrea say about his marriage to Lucrezia?
Created: 1 month ago
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 month ago
In Andrea del Sarto, how does the speaker feel about his ability to create art?
Created: 2 weeks ago
A
He feels triumphant and proud of his work
B
He believes his art is flawless and unmatched
C
He is indifferent to the importance of his work
D
He feels regretful for not fulfilling his potential
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্পের প্রতি এক গভীর অনুশোচনা এবং দুঃখ অনুভব করে। সে জানে যে, তার মধ্যে একটি অসীম প্রতিভা ছিল, কিন্তু সে তার পুরো সম্ভাবনা পূর্ণ করতে পারেনি। তাঁর জীবন এবং শিল্পে নিখুঁততার প্রতি তার আকাঙ্ক্ষা,কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি তাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেয়নি।
তাঁর অনুভূতি প্রতিফলিত হয়, যেখানে সে ভাবে যে, সে যদি শুধুমাত্র নিজের শিল্পের প্রতি তার পুরো শক্তি ও মনোযোগ দিয়েছে, তবে আরও বড় কিছু সৃষ্টি করতে পারত।

0
Updated: 2 weeks ago