Which art quality does Andrea confess he lacks compared to Raphael or Michelangelo?
A
Technical skill
B
Inspiration and spiritual depth
C
Knowledge of anatomy
D
Patronage
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া দেল সার্তোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল অনুপ্রেরণার অভাব। তার শিল্পে নিখুঁত কারিগরি দক্ষতা থাকলেও সেই প্রাণবন্ত আত্মার দীপ্তি ছিল না, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে অমর করেছে।
ব্রাউনিং দেখিয়েছেন, অ্যান্ড্রিয়া নিজেই এই সীমাবদ্ধতা স্বীকার করে এবং দোষ দেয় আংশিকভাবে তার স্ত্রী লুক্রেজিয়াকে, যিনি তাকে অনুপ্রাণিত করার বদলে কেবল অর্থলোভী ছিলেন। এভাবে অ্যান্ড্রিয়ার শিল্প নিখুঁত হলেও প্রাণহীন হয়ে ওঠে। Faultless Painter হিসেবে তিনি বিদ্রূপাত্মক এক প্রতীক—ত্রুটিহীন হলেও অসম্পূর্ণ।

0
Updated: 1 month ago
What is Andrea's relationship with his wife, Lucrezia, in Andrea del Sarto?
Created: 2 weeks ago
A
They have a deeply loving and supportive relationship
B
They are estranged and emotionally distant
C
Andrea sees her as a muse who inspires his art
D
Andrea resents her for her lack of support
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া এবং লুক্রেজিয়ার সম্পর্ক এক ধরনের বিচ্ছিন্ন এবং আবেগগতভাবে দূরত্বপূর্ণ। যদিও লুক্রেজিয়া তার জীবনসঙ্গিনী, কিন্তু তাদের সম্পর্কটি প্রেম এবং সহানুভূতির চেয়ে অনেক বেশি হতাশা এবং দ্বন্দ্বে পূর্ণ।
অ্যান্ড্রিয়া তার ব্যক্তিগত জীবনের অভ্যন্তরীণ দুশ্চিন্তা এবং তার শিল্পের প্রতি তার ভালোবাসাকে নিয়ে লুক্রেজিয়ার প্রতি এক ধরনের বিরক্তি অনুভব করে।
কবিতায়, সে জানিয়ে দেয় যে, লুক্রেজিয়া তার সাহায্য বা উৎসাহ পায়নি, বরং সে নিজের জন্য আরও কিছু করতে চায়। ফলে, তাদের সম্পর্কের মধ্যে একটি বিপর্যস্ত প্রভাব পড়ে।

0
Updated: 2 weeks ago
At what time does the poem begin when Lippo is caught?
Created: 1 month ago
A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।

0
Updated: 1 month ago
What mocking example does Lippo give for prayer-only art?
Created: 1 month ago
A
Candle
B
Skull and bones
C
Flower
D
Cross
Lippo ব্যঙ্গ করে বলে—যদি শিল্পের কাজ কেবল প্রার্থনা মনে করানো হয়, তবে একটা কঙ্কাল বা ক্রসই যথেষ্ট। এতে বোঝানো হয় শিল্পের উদ্দেশ্য শুধু ধর্মীয় স্মারক নয়, বরং জীবনের সত্য প্রকাশ।

0
Updated: 1 month ago