What promise does Andrea make to Lucrezia at the beginning of the poem “Andrea Del Sarto”?
A
He will never paint again
B
He will paint for her friends according to their wishes
C
He will leave Florence forever
D
He will go back to King Francis
উত্তরের বিবরণ
লুক্রেজিয়ার অবহেলা ও অর্থলোভ সত্ত্বেও অ্যান্ড্রিয়া প্রতিশ্রুতি দেয় যে সে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও কাজ করবে। তাদের পছন্দমতো বিষয়, সময় আর দাম মেনে নেবে।
মূলত স্ত্রীকে খুশি রাখতেই সে এই প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায়, অ্যান্ড্রিয়া শিল্পীর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দাম্পত্য শান্তির জন্য আপস করতে প্রস্তুত। শিল্পীর আসল কর্তব্য হলো সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখা, কিন্তু অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার প্রভাবে সেই আদর্শে স্থির থাকতে পারে না।
এভাবে ব্রাউনিং দেখিয়েছেন—ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিভাবে একজন শিল্পীর শিল্পীসত্ত্বাকে ক্ষতিগ্রস্ত করে।

0
Updated: 1 month ago
What is the main conflict in Andrea del Sarto?
Created: 2 months ago
A
Art versus passion
B
War
C
Family
D
Politics

0
Updated: 2 months ago
What poetic form is My Last Duchess?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Sonnet
C
Epic
D
Ode

0
Updated: 2 months ago
What festival atmosphere does Lippo recall when he escapes at night?
Created: 1 month ago
A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।

3
Updated: 1 month ago