Which place’s evening landscape does Andrea describe while holding Lucrezia’s hand?
A
Venice
B
Fiesole
C
Milan
D
Pisa
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার হাত ধরে জানালার পাশে বসে Fiesole শহরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে চায়। Fiesole হলো ফ্লোরেন্সের কাছের এক পাহাড়ি অঞ্চল। ব্রাউনিং এখানে ফিয়েসোলের শান্ত, ধূসর গোধূলির চিত্র ব্যবহার করেছেন অ্যান্ড্রিয়ার জীবনের প্রতীক হিসেবে।
অ্যান্ড্রিয়ার শিল্পকর্ম যেমন নিখুঁত হলেও প্রাণহীন, তেমনি ফিয়েসোলের দৃশ্যও শান্ত কিন্তু নির্জীব। অ্যান্ড্রিয়ার জীবনে দাম্পত্য টানাপোড়েন, শিল্পীর হতাশা এবং জীবনের গোধূলি মিলেমিশে ফিয়েসোলকে এক ধরনের প্রতীক করে তুলেছে। এভাবে একটি ভৌগোলিক স্থান কবিতায় রূপক অর্থ ধারণ করেছে—অ্যান্ড্রিয়ার নিস্তেজ জীবন আর অপূর্ণ শিল্পসত্ত্বার প্রতীক হয়ে।

2
Updated: 1 month ago
Robert Browning was a _____ poet. Fill in the gap with appropriate word.
Created: 1 month ago
A
Romantic
B
Victorian
C
Modern
D
Elizathan
Robert Browning (1812–1889)
-
Victorian যুগের অন্যতম প্রধান কবি হিসেবে Robert Browning-এর নাম বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি মূলত dramatic monologue বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য খ্যাত। এ কারণে তাঁকে অনেকে Father of Dramatic Monologue বলে অভিহিত করেন।
-
তাঁর কবিতায় মানুষের মনের জটিলতা ও মানসিক দিকগুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঈশ্বরবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রকাশও সেখানে পাওয়া যায়।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক যুগের একজন খ্যাতনামা কবি ছিলেন।
উল্লেখযোগ্য রচনা
কবিতা (Poems):
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
The Patriot
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Men and Women
-
Dramatic Lyrics
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
Dramatis Personae ইত্যাদি।
নাটক (Plays):
-
তাঁর প্রথম নাটক Strafford (1837) মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: Britannica.com এবং Encyclopedia.com

0
Updated: 1 month ago
What does the reference to "Potter's Wheel" used by browning primarily function as?
Created: 1 week ago
A
A biblical metaphor for divine creation and human malleability
B
A critique of mechanical determinism
C
An example of artistic creativity
D
A stoic emblem of resigned fate
“Potter’s Wheel” বা “কুমোরের চাকা”-এর উল্লেখ ব্রাউনিং মূলত বাইবেলিক প্রতীকের (Biblical metaphor) মাধ্যমে ব্যবহার করেছেন, যা মানুষের ওপর ঈশ্বরের (Divine) নিয়ন্ত্রণ ও গঠনক্ষমতাকে প্রকাশ করে।
-
এই প্রতীকটির উৎস Book of Isaiah-এ, যেখানে বলা হয়েছে — যেমন কাদামাটি কুমোরের হাতে, তেমনি মানুষও ঈশ্বরের হাতে। অর্থাৎ মানুষ সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছানুসারে গঠিত ও পরিবর্তনশীল (malleable)।
-
এই ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয় যে, মানবজীবন ঈশ্বরের সৃষ্টিকর্মের অংশ, এবং ঈশ্বর ইচ্ছেমতো সেই সৃষ্টিকে রূপ দেন, বিচার করেন ও পরিচালনা করেন।
-
ফলে “Potter’s Wheel”-এর চিত্রকল্পটি কেবল কাব্যিক নয়, বরং divine creation-এর প্রতীক হিসেবে মানুষের নির্ভরতা ও ঈশ্বরীয় নিয়ন্ত্রণের ধারণাকে গভীরভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 1 week ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 month ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

1
Updated: 1 month ago