Who is the speaker in Robert Browning’s poem Andrea del Sarto?
A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
উত্তরের বিবরণ
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।
0
Updated: 1 month ago
What is Andrea's relationship with his wife, Lucrezia, in Andrea del Sarto?
Created: 2 weeks ago
A
They have a deeply loving and supportive relationship
B
They are estranged and emotionally distant
C
Andrea sees her as a muse who inspires his art
D
Andrea resents her for her lack of support
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া এবং লুক্রেজিয়ার সম্পর্ক এক ধরনের বিচ্ছিন্ন এবং আবেগগতভাবে দূরত্বপূর্ণ। যদিও লুক্রেজিয়া তার জীবনসঙ্গিনী, কিন্তু তাদের সম্পর্কটি প্রেম এবং সহানুভূতির চেয়ে অনেক বেশি হতাশা এবং দ্বন্দ্বে পূর্ণ।
অ্যান্ড্রিয়া তার ব্যক্তিগত জীবনের অভ্যন্তরীণ দুশ্চিন্তা এবং তার শিল্পের প্রতি তার ভালোবাসাকে নিয়ে লুক্রেজিয়ার প্রতি এক ধরনের বিরক্তি অনুভব করে।
কবিতায়, সে জানিয়ে দেয় যে, লুক্রেজিয়া তার সাহায্য বা উৎসাহ পায়নি, বরং সে নিজের জন্য আরও কিছু করতে চায়। ফলে, তাদের সম্পর্কের মধ্যে একটি বিপর্যস্ত প্রভাব পড়ে।
0
Updated: 2 weeks ago
What does Andrea dream of in heaven?
Created: 1 month ago
A
To live peacefully with Lucrezia
B
To paint alongside Leonardo, Raphael, and Michelangelo
C
To own wealth and land
D
To forget all earthly ties
কবিতায় অ্যান্ড্রিয়া কল্পনা করে যে স্বর্গে গিয়ে সে মহান শিল্পীদের সঙ্গে একসাথে কাজ করবে। কিন্তু বাস্তবে সে জানে, পৃথিবীতে সে তাদের সমকক্ষ হতে পারেনি।
0
Updated: 1 month ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 month ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।
1
Updated: 1 month ago