উচ্চ ফলনশীল ভুট্টার জাত কোনটি?
A
প্রভাতী
B
চমক
C
মালভোগ
D
শুভ্রা
উত্তরের বিবরণ
১. কলার উচ্চ ফলনশীল জাত
সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
২. আলুর উচ্চ ফলনশীল জাত
হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা
৩. গমের উচ্চ ফলনশীল জাত
কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব
৪. পেঁয়াজের উচ্চ ফলনশীল জাত
সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি
৫. বাঁধাকপির উচ্চ ফলনশীল জাত
গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত
৬. ধানের উচ্চ ফলনশীল জাত
বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি
৭. আমের উচ্চ ফলনশীল জাত
মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ
৮. ভুট্টার উচ্চ ফলনশীল জাত
বর্ণালি, শুভ্রা, খই, মোহর

0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
ময়মনসিংহ
B
ঠাকুরগাঁও
C
দিনাজপুর
D
ফরিদপুর
কৃষি উৎপাদনে শীর্ষ জেলা ও বিভাগ (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২4 অনুযায়ী)
শীর্ষ জেলা
ধান → ময়মনসিংহ
গম → ঠাকুরগাঁও
ভুট্টা → দিনাজপুর
তুলা → ঝিনাইদহ
চা → মৌলভীবাজার
তামাক → কুষ্টিয়া
পাট → ফরিদপুর
আলু → রংপুর
শীর্ষ বিভাগ
ধান → রংপুর
গম → রাজশাহী
ভুট্টা → রংপুর
পাট → ঢাকা
তুলা → খুলনা
চা → সিলেট
তামাক → খুলনা
আলু → রংপুর
দ্রষ্টব্য: এ তথ্য পরিবর্তনশীল। সর্বশেষ আপডেট জানার জন্য Live MCQ Dynamic Info Panel, সাম্প্রতিক সমাচার ও অথেনটিক সংবাদপত্র দেখুন।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

0
Updated: 1 month ago