A
কিবোর্ড
B
র্যাম
C
কন্ট্রোল ইউনিট
D
মাউস
উত্তরের বিবরণ
এখন অপশনগুলো দেখি:
কিবোর্ড → ইনপুট ডিভাইস, কোনোভাবেই মেমরি বা ALU-এর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে না।
র্যাম (RAM) → এটি মেমরি নিজেই, কাজ হলো ডেটা ও নির্দেশ সংরক্ষণ করা।
কন্ট্রোল ইউনিট (Control Unit) → CPU-এর অংশ, কাজ হলো মেমরি, ALU এবং ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর মধ্যে সমন্বয়/সংযোগ স্থাপন করা।
মাউস → ইনপুট ডিভাইস, কোনো ভূমিকা নেই এখানে।
সঠিক উত্তর: কন্ট্রোল ইউনিট (Control Unit)
কারণ, Control Unit নির্দেশনা (instruction) ডিকোড করে, মেমরি থেকে ডেটা নিয়ে আসে এবং ALU-তে পাঠায়, আবার ফলাফল মেমরিতে পাঠিয়ে দেয়।

0
Updated: 1 day ago
কোন ধরনের হ্যাকাররা কখনো বৈধ উদ্দেশ্যে আবার কখনো অবৈধ উদ্দেশ্যে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করতে পারে?
Created: 4 days ago
A
গ্রিন হ্যাট হ্যাকার
B
গ্রে হ্যাট হ্যাকার
C
হোয়াইট হ্যাট হ্যাকার
D
ব্ল্যাক হ্যাট হ্যাকার
হ্যাকিং ও হ্যাকারদের ধরন
হ্যাকিং (Hacking)
প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ বা ক্ষতিসাধন করা।
হ্যাকারদের প্রধান তিন ধরনের শ্রেণীবিভাগ
হ্যাকার প্রকার কাজের ধরন উদ্দেশ্য
ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black Hat Hacker) সিকিউরিটি ত্রুটি খুঁজে তা নিজের স্বার্থে ব্যবহার করে আর্থিক বা ব্যক্তিগত ক্ষতি করা
গ্রে হ্যাট হ্যাকার (Gray Hat Hacker) মাঝে মাঝে বৈধ সিকিউরিটি টেস্টিং করে, আবার অনুমতি ছাড়া প্রবেশও করে ক্ষতি উদ্দেশ্য নয়, কখনো নেটওয়ার্ক দুর্বলতা ঠিক করা ও উপার্জন
হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker) সিকিউরিটি ত্রুটি শনাক্ত করে মালিককে জানায় সিস্টেম সুরক্ষা নিশ্চিত করা
সংক্ষেপে:
Black Hat: অবৈধ ও ক্ষতিকর
Gray Hat: বৈধ + অবৈধ (অনৈতিক হতে পারে)
White Hat: সম্পূর্ণ বৈধ ও নিরাপদ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান

0
Updated: 4 days ago
প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের কৃতিত্ব কার?
Created: 4 days ago
A
Ted Hoff
B
Wilhelm Leibniz
C
Alan Turing
D
Charles Babbage
মাইক্রোপ্রসেসর (Microprocessor)
সংজ্ঞা:
মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU), যা কম্পিউটারের কার্যব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
এটি সিলিকন ভিত্তিক VLSI (Very Large Scale Integration) চিপ, এবং মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন হিসেবে পরিচিত।
ইতিহাস
১৯৭১ সালে Ted Hoff, ইন্টেলের (Intel) একজন প্রকৌশলী, প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর Intel 4004 (4-bit) ডিজাইন করেন।
এজন্য তাঁকে “Father of Microprocessor” বলা হয়।
মাইক্রোপ্রসেসরের নামকরণ সাধারণত বিটের সংখ্যা অনুযায়ী করা হয়: 4-bit, 8-bit, 16-bit, 32-bit, 64-bit ইত্যাদি।
সংক্ষেপে:
মাইক্রোপ্রসেসর = CPU = কম্পিউটারের মস্তিষ্ক।
উদ্ভাবক: Ted Hoff (Intel 4004, 1971)
উৎস:
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
Stanford University

0
Updated: 4 days ago
কোন প্রযুক্তির মাধ্যমে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি সম্ভব হয়েছিল?
Created: 1 week ago
A
BIOS প্রযুক্তি
B
LSI প্রযুক্তি
C
VLST প্রযুক্তি
D
CMOS প্রযুক্তি
মাইক্রোপ্রসেসর (Microprocessor)
সংজ্ঞা:
মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে। এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।
উদ্ভব ও বিকাশ
-
LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়েছিল।
-
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর: Intel 4004, ১৯৭১ সালে বাজারে আসে।
-
VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
-
২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ
-
ইনপুট ও আউটপুট অংশের সাথে কাজের সমন্বয় সাধন করা।
-
গাণিতিক ও যুক্তিসংক্রান্ত কাজ সম্পাদন করা।
-
কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
-
স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

0
Updated: 1 week ago