"পরিপূর্ণ" শব্দে 'পরি' কোন উপসর্গ?
A
আরবি
B
বাংলা
C
হিন্দি
D
তৎসম
উত্তরের বিবরণ
“পরিপূর্ণ” শব্দে ‘পরি’ তৎসম উপসর্গ
‘পরি’ উপসর্গ দ্বারা গঠিত কিছু শব্দের উদাহরণ:
পরিপক্ক, পরিপূর্ণ, পরিবর্তন, পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ, পরিশেষ।
তৎসম উপসর্গসমূহ:
বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে মোট ২০টি তৎসম উপসর্গ আছে। এর মধ্যে কিছু হলো:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
সূত্র:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 5 months ago
'অঘাচণ্ডী' শব্দটি কোন উপায়ে গঠিত?
Created: 2 weeks ago
A
প্রত্যয় সাধিত
B
সমাস সাধিত
C
সন্ধি সাধিত
D
উপসর্গ সাধিত
‘অঘা’ উপসর্গের অর্থ হলো ‘বোকা’ বা ‘মূর্খ’, যা শব্দের পূর্বে যুক্ত হয়ে সেই শব্দে অজ্ঞতা বা বোকামির ধারণা প্রকাশ করে। এই উপসর্গ যোগে গঠিত শব্দগুলো সাধারণত নেতিবাচক অর্থ বহন করে।
-
যেমন— অঘারাম অর্থ ‘বোকা রাম’ বা ‘মূর্খ ব্যক্তি’।
-
অঘাচণ্ডী অর্থ ‘বোকা চণ্ডী’ বা ‘অবোধ নারী’।
-
এখানে ‘অঘা’ শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত না হয়ে অর্থবোধক উপসর্গ হিসেবে কাজ করছে।
-
এই উপসর্গ সাধারণত লোকভাষা ও প্রাচীন শব্দগঠনে ব্যবহৃত হয় এবং তা অপমানসূচক বা কৌতুকপ্রদ অর্থ সৃষ্টি করে।
0
Updated: 2 weeks ago
খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
Created: 1 month ago
A
পাতি
B
উপ
C
রাম
D
ইতি
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে মূলত তিন ভাগে ভাগ করা যায়— খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, এবং বিদেশি উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ বলতে বোঝায় বাংলা ভাষায় স্বাভাবিকভাবে ব্যবহৃত নিজস্ব উপসর্গ। এর সংখ্যা ২১টি। এগুলো হলো:
-
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গ। এর সংখ্যা ২০টি। এগুলো হলো:
-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
এখানে লক্ষ্যণীয় যে, আ, সু, বি, নি—এই চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম—উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। তাই প্রশ্নে বলা হয়েছে, “খাঁটি বাংলা উপসর্গ নয় – উপ”, কারণ উপ কেবল তৎসম উপসর্গ, খাঁটি বাংলা নয়।
0
Updated: 1 month ago
'বেআইন' শব্দে ব্যবহৃত 'বে' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
হৃত
B
বহির্ভূত
C
ভিন্ন
D
বিশেষ
উপসর্গের ব্যবহার
-
বে + আইন = বেআইন → এখানে ‘বে’ উপসর্গটির অর্থ ‘বহির্ভূত’।
আরো উদাহরণ:
-
বে + দখল = বেদখল → ‘বে’ উপসর্গের অর্থ ‘হৃত’।
-
বি + ভুঁই = বিভুঁই → ‘বি’ উপসর্গের অর্থ ‘ভিন্ন’।
-
বি + জ্ঞান = বিজ্ঞান → ‘বি’ উপসর্গের অর্থ ‘বিশেষ’।
-
বি + বর্ণ = বিবর্ণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘অভাব’।
-
বি + চরণ = বিচরণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘গতি’।
-
বি + কার = বিকার → ‘বি’ উপসর্গের অর্থ ‘অপ্রকৃতস্থ’।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago