A
newly-weds
B
old women
C
newborn babies
D
old people
উত্তরের বিবরণ
Geriatrics (Noun)
English Meaning: চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা যেখানে প্রবীণ বা বয়স্ক মানুষের স্বাস্থ্য ও যত্ন নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।
Bangla Meaning: বয়স্ক বা বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা।
Example:
-
বয়স বাড়ার সাথে সাথে বিশেষ চিকিৎসা ও যত্নের প্রয়োজন হয়, তাই geriatrics আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-ক্ষেত্র।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

0
Updated: 15 hours ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
If a person cannot stop taking drugs, he or she is-
Created: 2 weeks ago
A
attached to them
B
committed to them
C
addicted to them
D
devoted to them
• Addicted:
English meaning: unable to stop taking drugs, or doing something as a habit.
Bangla: আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া।
• If a person cannot stop taking drugs, he or she is - addicted to them.
• যখন একজন ব্যক্তি মাদকের প্রতি অত্যধিক নির্ভরশীলতা প্রকাশ করে এবং তা ছাড়া চলতে পারে না, তখন তাকে addicted বলা হয়।
- "Addiction" একটি মানসিক বা শারীরিক অবস্থাকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি কোনও কিছু বা অভ্যাসের প্রতি অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন।
Other options,
ক) attached to them:
- "Attached" মানে কিছুতে সংযুক্ত বা সম্পর্কিত হওয়া। তবে এটি addiction এর মত গভীর নির্ভরশীলতা বা আসক্তি বোঝায় না।
খ) committed to them:
- "Committed" বলতে কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রতিবদ্ধ হওয়া বোঝায়। এটি আধ্যাত্মিক বা পেশাগত দায়িত্বের জন্য ব্যবহৃত হয়, মাদকের প্রতি আসক্তি বোঝানোর জন্য নয়।
ঘ) devoted to them:
- "Devoted" মানে কোনও কিছুতে আত্মনিবেদিত হওয়া। এটি সাধারণত প্রীতি বা উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি আসক্তি বা নির্ভরশীলতা প্রকাশ করে না।

0
Updated: 2 weeks ago
Choose the correct one.
Created: 1 week ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 1 week ago