A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
উত্তরের বিবরণ
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 15 hours ago
Which one of the following words is an example of a distributive pronoun?
Created: 3 days ago
A
such
B
either
C
that
D
any
Either is an example of a distributive pronoun.
Distributive Pronoun:
যে সকল pronoun একই জাতীয় একাধিক বস্তু বা ব্যক্তিকে পৃথকভাবে বুঝানোর জন্য যেসব pronoun ব্যবহার করা হয় সেগুলোকে Distributive Pronoun বলে।
- যেমন - each, every, either, neither ইত্যাদি।
- এই pronoun গুলোকে positive pronoun ও বলে।
• Pronoun ৮ প্রকার। যেমন:
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (such, one, none some, any, all, many)
6. Distributive pronoun: (each, every, either, neither)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

0
Updated: 3 days ago
The train arrives _____ Dhaka _____ 7:30 AM _____ the 15th of July.
Created: 1 week ago
A
at, on, in
B
in, at, on
C
at, in, on
D
in, on, at
Prepositions: in, at, on
১. in
-
ব্যবহার: বড় স্থান (শহর, দেশ) বোঝাতে
-
উদাহরণ: I live in Dhaka.
-
বাংলা: আমি ঢাকায় থাকি।
-
২. at
-
ব্যবহার: নির্দিষ্ট সময় (ঘন্টা/মিনিট) বোঝাতে
-
উদাহরণ: I will see you at 5 pm.
-
বাংলা: আমি তোমায় ৫টায় দেখব।
-
৩. on
-
ব্যবহার: নির্দিষ্ট তারিখ/দিন বোঝাতে
-
উদাহরণ: The meeting was held on Monday.
-
বাংলা: সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল।
-
ভুল অপশনগুলির বিশ্লেষণ:
-
ক) at, on, in:
-
at Dhaka → বড় শহরের জন্য at ব্যবহার করা হয় না।
-
-
গ) at, in, on:
-
at Dhaka → বড় শহরে at ব্যবহার অশুদ্ধ
-
in 7:30 AM → নির্দিষ্ট সময়ে in ব্যবহার করা হয় না।
-
-
ঘ) in, on, at:
-
on 7:30 AM → নির্দিষ্ট সময়ে on ব্যবহার অশুদ্ধ
-
at the 15th of July → তারিখে at ব্যবহার করা হয় না।
-
📚 Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 1 week ago
'You' is -
Created: 1 week ago
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another

0
Updated: 1 week ago