A
ovams
B
ovumes
C
ovums
D
ova
উত্তরের বিবরণ
Ovum (noun) (singular)
-
English meaning: an egg cell produced by a woman or female animal.
-
Bangla meaning: ডিম্বাণু।
-
Plural form: ova
ব্যাকরণ নিয়ম অনুযায়ী, যেসব singular noun এর শেষে -um থাকে, সেগুলোকে plural করার সময় সাধারণত -um পরিবর্তন হয়ে -a হয়ে যায়।
তাই ovum → ova হয়।
Source: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 15 hours ago
A small shelter for dogs is known as -
Created: 2 weeks ago
A
Hangar
B
Kennel
C
Hutch
D
Creche
• The correct answer is: খ) Kennel
-
Bangla Meaning: কুকুর রাখার ঘর
-
English Meaning: a shelter for a dog or cat
-
Explanation: Kennel is a small shelter or house for dogs. It is used to keep dogs safe and comfortable.
• Other options:
ক) Hangar
-
A large building for housing aircraft, not for dogs.
গ) Hutch
-
A small shelter for rabbits or small animals, not specifically dogs.
ঘ) Creche
-
A daycare center, usually for children.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 1 week ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 1 week ago
The word 'florid' indicates
Created: 15 hours ago
A
flour
B
foliage
C
floor
D
flower
Florid (Adjective)
English Meaning: having a red or flushed complexion; excessively elaborate; very flowery in style.
বাংলা অর্থ: অত্যধিক অলংকৃত, অলংকারবহুল, পুষ্পল, জমকালো, বর্ণাঢ্য; (বিশেষত মানুষের মুখমণ্ডল) স্বাভাবিকভাবে লাল বা রক্তিমাভ।
➡ এখানে florid শব্দটি মূলত “ফুল” (flower) এর মতো অলংকারপূর্ণ বা পুষ্পল ধরণ বোঝাতে ব্যবহৃত হয়।
Flower শব্দের অর্থ
-
Flower = ফুল, কুসুম, পুষ্প, প্রসূন।
বিভ্রান্তিকর শব্দগুলো (Options)
-
Flour = ময়দা
-
Foliage = গাছের পাতা বা পত্রসম্ভার
-
Floor = মেঝে
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 15 hours ago