A
cure-all
B
pancreatic
C
widespread disease
D
gland
উত্তরের বিবরণ
Panacea means - cure-all.
• Panacea (noun)
English Meaning: a remedy for all ills or difficulties.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
• Synonyms:
- universal cure,
- cure-all,
- cure for all ills,
- universal remedy,
- sovereign remedy,
- heal-all.
Example Sentence:
1. The company believed that lowering prices would be the panacea for increasing sales.
2. While some see meditation as a panacea for stress, others prefer exercise.
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) pancreatic - অগ্ন্যাশয়; অগ্ন্যাশয়সংক্রান্ত, অগ্ন্যাশয় হইতে নিঃসৃত।
গ) widespread disease -বহুবিস্তৃত রোগবালাই।
ঘ) gland - লালাগ্রন্থি।
Source: Merriam-Webster. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 15 hours ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Which phrase contains words opposed to each other in meaning?
Created: 1 month ago
A
Hopes and aspiration.
B
Heat and dust.
C
Reproduction and death.
D
Emerged and advanced.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
Hope - আশা/ভরসা/প্রত্যাশা করা।
Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
খ)
Heat - তাপ; উত্তাপ।
Dust - ধুলা; ধূলিকণা।
গ)
Reproduction - পুনরুৎপাদন; পুনর্জনন।
Death - মৃত্যু; মরণ; জীবনহানি।
ঘ)
Emerged - প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা।
Advanced - অত্যন্ত অগ্রসর।
• শব্দগুলোর অর্থ্য বিবেচনায় বুঝা যাচ্ছে - The phrase Reproduction and death - contains words opposed to each other in meaning.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
'Razzmatazz' means-
Created: 1 month ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical activity
• Razzmatazz
English Meaning: lively and loud activity designed to grab attention.
বাংলা অর্থ: আওয়াজপূর্ণ ও চটকদার কাজকর্ম, যা বিশেষত নজর কাড়ার জন্য করা হয়।
Example: The new car launch was full of razzmatazz, featuring champagne, delicious food, free giveaways, and energetic dancers.
বিকল্পসমূহ:
-
একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড: শোরগোলপূর্ণ কাজকর্ম।
-
সুসজ্জিত ও পরিকল্পিত অনুষ্ঠান: একটি সুচিন্তিত কর্মসূচি।
-
সঙ্গীতের অনুষ্ঠান: সঙ্গীতানুষ্ঠান।
-
বাদ্যযন্ত্র: যন্ত্রবাজনা।
সঠিক উত্তর: 'Razzmatazz' বলতে বোঝায়– একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড।
উৎস: Cambridge Dictionary।

0
Updated: 1 month ago