'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of-
A
newly-weds
B
old women
C
newborn babies
D
old people
উত্তরের বিবরণ
Geriatrics (Noun)
English Meaning: চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা যেখানে প্রবীণ বা বয়স্ক মানুষের স্বাস্থ্য ও যত্ন নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।
Bangla Meaning: বয়স্ক বা বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা।
Example:
-
বয়স বাড়ার সাথে সাথে বিশেষ চিকিৎসা ও যত্নের প্রয়োজন হয়, তাই geriatrics আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-ক্ষেত্র।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

0
Updated: 1 month ago
Societies living in the periphery are always ignored. Here the underlined word means-
Created: 1 month ago
A
offshore areas
B
marginal areas
C
remote places
D
backward regions
Periphery
English Meaning: The outer edge or boundary of an area or object; or a secondary/marginal position in a group, field, or activity.
Bangla Meaning: বাহ্যসীমা, চৌহদ্দি, পরিধি, উপরের সীমা বা পরিবেশ।
উদাহরণে ব্যবহৃত অপশনগুলোর অর্থ:
-
offshore areas – উপকূলীয় এলাকা
-
marginal areas – প্রান্তিক এলাকা
-
remote places – দূরবর্তী স্থান
-
backward regions – পশ্চাৎপদ অঞ্চল
সুতরাং, “Societies living in the periphery are always ignored” – এই বাক্যে ‘periphery’ শব্দের অর্থ হলো: প্রান্তিক এলাকা (marginal areas)।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy; Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
"By all means" means-
Created: 1 week ago
A
Meaningless
B
Meaningful
C
Certainly
D
Uncertainly
By all means একটি ইংরেজি বাগ্ধারা (Idiom), যা সাধারণত অনুমতি দেওয়া, সম্মতি প্রকাশ করা বা দৃঢ়ভাবে সমর্থন জানানো বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রায়ই সৌজন্যপূর্ণভাবে কারও অনুরোধে সম্মতি দিতে ব্যবহৃত হয়।
ইংরেজি অর্থ: Of course / Certainly (granting permission).
বাংলা অর্থ: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বোঝাতে ব্যবহৃত হয়; অবশ্যই, নিশ্চয়ই।
সমার্থক শব্দ (Synonyms): Certainly (নিশ্চিত), Indeed, Of course, Definitely.
উদাহরণ বাক্য:
-
‘Can I come and have a look at your house?’ – ‘Yes, by all means.’
বাংলা অর্থ: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ – ‘হ্যাঁ, অবশ্যই।’
উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ:
-
Meaningless: অর্থহীন।
-
Meaningful: অর্থপূর্ণ।
-
Uncertainty: পরিবর্তনশীল, অস্থির বা অনিশ্চিত অবস্থা।

0
Updated: 1 week ago
The teacher asked the students _________.
Created: 1 month ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 1 month ago