A
adverb
B
adjective
C
verb
D
noun
উত্তরের বিবরণ
The warning of the administration falls on deaf ears. Here warming does the function of - noun.
- বাক্যে শব্দটি মূলত verbal noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
• নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warming এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে।

0
Updated: 15 hours ago
"Who planted this tree here"? The correct passive voice of this sentence is-
Created: 1 week ago
A
By whom the tree was planted here?
B
Who the tree had been planted hereby?
C
The tree was planted here by whom? (ভুল উত্তর)
D
By whom had the tree been planted here?
সঠিক উত্তর না থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয় নি।
• Who যুক্ত Active voice কে passive voice এ পরিণত করার সময় -
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও person অনুযায়ী Auxiliary বসে।
- Object টির Subject রূপ বসে।
- মূল verb এর past participle বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
যেমন who did this এর passive voice হবে By whom was this done?
- তেমনি ভাবে, Who planted this tree here? এর passive voice হবে By whom was this tree planted here?
• সুতরাং, নিয়মানুযায়ী, প্রদত্ত প্রশ্নের অপশনে সঠিক উত্তর নেই।

0
Updated: 1 week ago
Find the common noun:
Created: 1 week ago
A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
_______ summer, the park is busiest ________ Monday afternoons.
Created: 1 month ago
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
সঠিক উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময় "in" ব্যবহার হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে "on" ব্যবহার হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.

0
Updated: 1 month ago